চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ৩৫ মামলার আসামি বার্মা সবুজ গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ২২:০১
ছবি : বাসস

চট্টগ্রাম, ২৯ জুন ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকার ত্রাস হিসেবে পরিচিত তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ মো. সবুজ ওরফে বার্মা সবুজকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, জমি দখলসহ অস্ত্র আইনে রয়েছে প্রায় ৩৫টি মামলা।

রোববার (২৯জুন) বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দিবাগত রাতে নগরীর হিলভিউ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার দুই সহযোগী সুমন খান (৩৮) ও মো. জনিকেও (৩১) আটক করা হয়।

পুলিশ জানায়, বার্মা সবুজ দীর্ঘদিন ধরে বায়েজিদ, পাঁচলাইশ, খুলশীসহ আশপাশের এলাকায় সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আসছিল। তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র নির্মাণাধীন ভবন থেকে চাঁদা আদায়, জমি দখল এবং রাজনৈতিক ছত্রছায়ায় আধিপত্য বিস্তার করত।

পুলিশ আরও জানায়, বার্মা সবুজকে এর আগেও গত বছরের ২৫ নভেম্বর হাটহাজারীর কুয়াইশ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় তিনি কিছুদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে আবারও অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

জানা গেছে, বার্মা সবুজের পাঁচ ভাইয়ের সবাই এলাকায় বিভিন্ন অপরাধের সাথে জড়িত। বড় ভাই সামশু ওরফে বার্মা সামশুর বিরুদ্ধে রয়েছে ১২টি মামলা। সবুজের বিরুদ্ধে ৩৫টি, বার্মা সাইফুলের নামে ২০টি এবং ফাহিমের নামে রয়েছে একটি মামলা। সবচেয়ে ছোট ভাই শাহিনের নামে এখনো কোনো মামলা না থাকলেও সেও বড় ভাইদের সঙ্গে চলাফেরা করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান, গত ২৭ জুন রাতে বার্মা সবুজের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল বায়েজিদ এলাকার মো. ইউসুফের বাসায় হামলা চালায়। তারা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি ছড়ায় এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় পরদিন থানায় মামলা হলে রাতেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
কুমিল্লায় ১৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
গণভোট সংসদ নির্বাচনের পর হতে পারে : আহমেদ আজম খান
ইকুইটি সিকিউরিটিজ বিধি-২০২৫ খসড়া প্রকাশ: দুই সপ্তাহের মধ্যে মতামত দেয়ার আহ্বান
আগামী ১ নভেম্বর উদ্যাপিত হবে ৫৪তম জাতীয় সমবায় দিবস
যুক্তিবোধে উজ্জীবিত তরুন প্রজন্ম নেতৃত্ব দিবে আগামীর বাংলাদেশ : চসিক মেয়র
প্রশিক্ষিত আনসার সদস্যরা স্থানীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখছেন: ডিজি
নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম করদাতাদের আবেদনের সময়সীমা বাড়ালো এনবিআর
১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক
১০