পঞ্চগড়ে ‘ভূমিসেবা সহায়তা কেন্দ্র’ উদ্বোধন 

বাসস
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১৯:৩৪
‘ভূমিসেবা সহায়তা কেন্দ্র’ উদ্বোধন । ছবি : বাসস

পঞ্চগড়, ৩০ জুন ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ ভূমি সংক্রান্ত সেবা সহজেই সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে ‘ভূমিসেবা সহায়তা কেন্দ্র’ চালু করা হয়েছে।

আজ সোমবার বিকেলে সদর উপজেলার হাড়িভাসা বাজারে এ ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সীমা শারমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, আরডিসি মিজানুর রহমান, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি, হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নুর-ই-আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ‘ভূমিসেবা সহায়তা কেন্দ্র’ থেকে প্রযুক্তিতে অনভিজ্ঞ ব্যক্তিও সরকার নির্ধারিত ফি দিয়ে সহজে ভূমি উন্নয়ন কর, মিউটেশন, খতিয়ান, জমির নকশাসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। 

জেলা প্রশাসক জানান, প্রাথমিক পর্যায়ে জেলার সাতটি স্থানে এ সেবা চালু করা হবে। পরবর্তীতে প্রতিটি ইউনিয়নে এমন সেবা কেন্দ্র চালুর পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, যারা প্রযুক্তিতে দক্ষ, তারা মোবাইল থেকেই অনলাইনে ভূমি সংক্রান্ত সেবা নিতে পারেন। কিন্তু যারা তা পারেন না, তাদের কথা ভেবেই এই উদ্যোগ। এটি কেবল প্রান্তিক এলাকার অনগ্রসর মানুষের সহায়তার জন্য করা হচ্ছে। আর সরকার নির্ধারিত ফি থাকায় এখানে অতিরিক্ত টাকা নেয়ার সুযোগ থাকছে না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নুরাল পাগলার দরবারে হামলা : সাড়ে ৩ হাজার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা
নাগরিকদের স্বাস্থ্যবান ও সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
গাজায় ইসরাইলি হামলায় সাংবাদিক নিহতের ঘটনা নিয়ে প্রশ্ন তুলল এপি
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালি ও সভা
টাঙ্গাইলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
অস্ত্র ও মাদকসহ ৬ জনকে আটক করেছে কোস্টগার্ড
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৮৬৬
নড়াইলে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত
ফেডের জন্য স্বাধীন পর্যালোচনা দাবি করেছেন মার্কিন অর্থমন্ত্রী
১০