পঞ্চগড়ে ‘ভূমিসেবা সহায়তা কেন্দ্র’ উদ্বোধন 

বাসস
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১৯:৩৪
‘ভূমিসেবা সহায়তা কেন্দ্র’ উদ্বোধন । ছবি : বাসস

পঞ্চগড়, ৩০ জুন ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ ভূমি সংক্রান্ত সেবা সহজেই সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে ‘ভূমিসেবা সহায়তা কেন্দ্র’ চালু করা হয়েছে।

আজ সোমবার বিকেলে সদর উপজেলার হাড়িভাসা বাজারে এ ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সীমা শারমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, আরডিসি মিজানুর রহমান, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি, হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নুর-ই-আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ‘ভূমিসেবা সহায়তা কেন্দ্র’ থেকে প্রযুক্তিতে অনভিজ্ঞ ব্যক্তিও সরকার নির্ধারিত ফি দিয়ে সহজে ভূমি উন্নয়ন কর, মিউটেশন, খতিয়ান, জমির নকশাসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। 

জেলা প্রশাসক জানান, প্রাথমিক পর্যায়ে জেলার সাতটি স্থানে এ সেবা চালু করা হবে। পরবর্তীতে প্রতিটি ইউনিয়নে এমন সেবা কেন্দ্র চালুর পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, যারা প্রযুক্তিতে দক্ষ, তারা মোবাইল থেকেই অনলাইনে ভূমি সংক্রান্ত সেবা নিতে পারেন। কিন্তু যারা তা পারেন না, তাদের কথা ভেবেই এই উদ্যোগ। এটি কেবল প্রান্তিক এলাকার অনগ্রসর মানুষের সহায়তার জন্য করা হচ্ছে। আর সরকার নির্ধারিত ফি থাকায় এখানে অতিরিক্ত টাকা নেয়ার সুযোগ থাকছে না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০