অনুপ্রবেশের চেষ্টায় ঝিনাইদহে ভারতীয় নারী আটক

বাসস
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১৯:৩৭

ঝিনাইদহ, ৩০ জুন, ২০২৫ (বাসস): অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক ভারতীয় নারীকে আটক করেছে বিজিবি। রোববার রাতে সীমান্ত পিলার-৬০/১০৫ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

সোমবার মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আটককৃত ভারতীয় নারীর নাম ফাল্গুনী রায় (২৮)। তিনি ভারতের নদীয়া জেলার বনগাঁ থানার আরশিংড়ী গ্রামের মৃত বিশ্বনাথ রায়ের মেয়ে।

বিজিবি জানিয়েছে, ভারতীয় ওই নারী গত ২ বছর আগে যশোর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। পরে তিনি যশোরের ঝিকরগাছা থানার গদখালী গ্রামে খালার বাড়িতে বসবাস করছিলেন। এর আগে গত ২৫ এপ্রিল অবৈধভাবে ওই নারী ভারতে প্রবেশের চেষ্টাকালে কুমিল্লাপাড়া বিওপি’র বিজিবি সদস্যদের হাতে আটক হয়। পরে তাকে মহেশপুর থানায় সোপর্দ করে বিজিবি। ওই ঘটনায় ভারতীয় এই নারীর নামে মামলা করে পুলিশ। মামলার রায়ে ৫০ দিন কারাভোগের পর মুক্তি পেয়ে গত রোববার দ্বিতীয় দফায় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে ওই নারী। পরে তাকে আটক করে সোমবার দুপুরে পুনরায় মহেশপুর থানায় সোপর্দ করে বিজিবি।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আটক ভারতীয় নারীকে আদালতে সোপর্দ করা হবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০