বিএম কলেজে শিক্ষক সঙ্কটে অনশনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের

বাসস
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ২০:০৬
শিক্ষক সঙ্কটে অনশনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের। ছবি : বাসস

বরিশাল, ৩০ জুন, (বাসস):  বরিশালের ঐতিহ্যবাহী ব্রজমোহন (বিএম) কলেজে শিক্ষক সঙ্কটসহ পাঁচ দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন এবং দাবি আদায় না হলে আমরণ অনশনের হুঁশিয়ারিও দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কলেজ প্রশাসনের পক্ষ থেকে দাবি পূরণের বিষয়ে কোনো আশ্বাস না পাওয়ায় তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। অধ্যক্ষ ড. তাইজুল ইসলাম দাপ্তরিক কাজে বরিশালের বাইরে থাকায় অন্য শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে জরুরি বৈঠক করলেও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি। অধ্যক্ষ মঙ্গলবার বরিশালে ফিরলে ফের আলোচনার কথা রয়েছে।

তবে আন্দোলন চলাকালীন কলেজের ভর্তি ও পরীক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখার কথা জানিয়েছে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি,বহুতল বিশিষ্ট ছাত্রাবাস নির্মাণ। আধুনিক লাইব্রেরি এবং অডিটোরিয়াম নির্মাণ, কলেজগেট আধুনিকায়ন ও জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা, বার্ষিক বাজেট বৃদ্ধি,পর্যাপ্ত পরিবহন ও শিক্ষক সঙ্কট নিরসন।

শিক্ষার্থীরা বলেছেন, এসব সমস্যা দীর্ঘদিনের হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো স্থায়ী সমাধানের উদ্যোগ দেখা যায়নি। ফলে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের দানা বাঁধে। 

এদিকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ এই কলেজের শিক্ষার্থীরা বলেছেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বান্দরবানে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপকরণ বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ায় টেলিভিশন সাংবাদিকদের প্রশিক্ষণ সম্পন্ন 
নারায়ণগঞ্জে ট্রাক চাপায় একব্যক্তি নিহত 
দীর্ঘদিন পর মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে: আব্দুল হালিম
টেকসই সাপ্লাই চেইনের জন্য অংশীদারিত্ব জোরদারে বিজিএমইএ এবং ব্র্যান্ড ফোরামের বৈঠক
রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্মেলন আয়োজনের প্রস্তাব এপিএইচআরের
ছাত্রজনতার অভ্যুত্থানকালে হামলার ঘটনায় রাজশাহীতে ৯টি মামলার চার্জশিট দিয়েছে পুলিশ 
জাতির সেবায় সদা প্রস্তুত ৬০ লাখ আনসার-ভিডিপি : কুমিল্লায় মহাপরিচালক
ক্ষমতার লোভে আওয়ামী লীগ একের পর এক ভুয়া ভোট করেছিল : ড. মঈন খান
সাদা পাথর এলাকায় মঙ্গলবার পর্যন্ত ১৭ লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন
১০