বাকৃবি’র গবেষণায় বাজেট বাড়লো, পিএইচডি প্রকল্পে বরাদ্দ ২২.৫ লাখ

বাসস
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ২১:২৭

ময়মনসিংহ, ৩০ জুন, ২০২৫ (বাসস) : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গবেষণাকে এগিয়ে নিতে নতুন গবেষণা প্রকল্পের জন্য বার্ষিক বাজেট এক লাখ টাকা বৃদ্ধি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অর্থ প্রাপ্তি সাপেক্ষে নতুন গবেষণায় বার্ষিক বাজেট পূর্বের ৪ লাখ থেকে বৃদ্ধি করে ৫ লাখ করা হয়েছে। এছাড়াও পিএইচডি গবেষণার প্রকল্পে বার্ষিক বাজেট সাত লাখ পঞ্চাশ হাজার টাকা রেখে মোট তিন বছরের জন্য প্রকল্প আহ্বান করার অনুমোদন দিয়েছে। এতে তিন বছরে একটি প্রকল্পের বাজেট দাঁড়াবে ২২ লাখ ৫০ হাজার টাকা।
সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ। এছাড়া ২৯ জুন এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বাউরেস থেকে অর্থ প্রাপ্তি সাপেক্ষে ভবিষ্যতে নতুন গবেষণা প্রদানের ক্ষেত্রে বার্ষিক বাজেট চার লাখ টাকার স্থলে পাঁচ লাখ টাকায় উন্নীত করা হলো। এছাড়াও ভবিষ্যতে অর্থ প্রাপ্তি সাপেক্ষে যে সকল প্রকল্পে পিএইচডি গবেষণা থাকবে সেই সকল প্রকল্পের বার্ষিক বাজেট সাত লাখ পঞ্চাশ হাজার টাকা রেখে মোট তিন বছরের জন্য প্রকল্প আহ্বান করার অনুমোদন দেয়া হলো। তবে এক্ষেত্রে পিএইচডি ফেলোর মাসিক ফেলোশিপ বিশ হাজার টাকা থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন গবেষণা প্রকল্পের ক্ষেত্রে বার্ষিক পাঁচ লাখ টাকার মধ্যে তিন হাজার দুইশত টাকা বার্ষিক গবেষণা অগ্রগতি কর্মশালা আয়োজনের জন্য বরাদ্দ রাখার অনুমোদন দেয়া হলো।

গত ১৫ মে অনুষ্ঠিত ফিন্যান্স কমিটির ২০২৪-২০২৫ অর্থ বছরের ২য় অধিবেশনের ১০নং সিদ্ধান্ত/সুপারিশ অনুযায়ী গত ১৮ মে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩২৮তম অধিবেশনে গৃহীত ৪নং সিদ্ধান্তমূলে অনুমোদিত হওয়ায় এ আদেশ প্রদান করা হলো বলে প্রজ্ঞাপনে বলা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বান্দরবানে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপকরণ বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ায় টেলিভিশন সাংবাদিকদের প্রশিক্ষণ সম্পন্ন 
নারায়ণগঞ্জে ট্রাক চাপায় একব্যক্তি নিহত 
দীর্ঘদিন পর মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে: আব্দুল হালিম
টেকসই সাপ্লাই চেইনের জন্য অংশীদারিত্ব জোরদারে বিজিএমইএ এবং ব্র্যান্ড ফোরামের বৈঠক
রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্মেলন আয়োজনের প্রস্তাব এপিএইচআরের
ছাত্রজনতার অভ্যুত্থানকালে হামলার ঘটনায় রাজশাহীতে ৯টি মামলার চার্জশিট দিয়েছে পুলিশ 
জাতির সেবায় সদা প্রস্তুত ৬০ লাখ আনসার-ভিডিপি : কুমিল্লায় মহাপরিচালক
ক্ষমতার লোভে আওয়ামী লীগ একের পর এক ভুয়া ভোট করেছিল : ড. মঈন খান
সাদা পাথর এলাকায় মঙ্গলবার পর্যন্ত ১৭ লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন
১০