পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন ২ জুলাই

বাসস
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ২২:০৬

পটুয়াখালী, ৩০ জুন, ২০২৫ (বাসস) : দীর্ঘ ২৩ বছর পর আগামী ২ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন। বহুল প্রতীক্ষিত এই সম্মেলন ঘিরে  দলের জেলা নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। সম্মেলনকে সফল করতে প্রতিদিনই চলছে নেতা-কর্মীদের সভা-সমাবেশ। ৮ টি উপজেলার ১৪ টি ইউনিটের কাউন্সিলর ডেলিগেটদের কাছে চলছে ভোট প্রার্থনা।

সম্মেলনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

দলীয় সূত্রে জানা গেছে , জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০২ সালের ১৫ এপ্রিল। ঐ সম্মেলনে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে সভাপতি ও স্নেহাংশু সরকার কুট্টিকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। 

এদিকে বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, আগামী ২ জুলাই (বুধবার)অনুষ্ঠিতব্য এ সম্মেলনে জেলার ৮ উপজেলা, ৫ পৌরসভাসহ মোট ১৪টি ইউনিটের প্রায় দেড় হাজার কাউন্সিলর গোপন ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বান্দরবানে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপকরণ বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ায় টেলিভিশন সাংবাদিকদের প্রশিক্ষণ সম্পন্ন 
নারায়ণগঞ্জে ট্রাক চাপায় একব্যক্তি নিহত 
দীর্ঘদিন পর মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে: আব্দুল হালিম
টেকসই সাপ্লাই চেইনের জন্য অংশীদারিত্ব জোরদারে বিজিএমইএ এবং ব্র্যান্ড ফোরামের বৈঠক
রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্মেলন আয়োজনের প্রস্তাব এপিএইচআরের
ছাত্রজনতার অভ্যুত্থানকালে হামলার ঘটনায় রাজশাহীতে ৯টি মামলার চার্জশিট দিয়েছে পুলিশ 
জাতির সেবায় সদা প্রস্তুত ৬০ লাখ আনসার-ভিডিপি : কুমিল্লায় মহাপরিচালক
ক্ষমতার লোভে আওয়ামী লীগ একের পর এক ভুয়া ভোট করেছিল : ড. মঈন খান
সাদা পাথর এলাকায় মঙ্গলবার পর্যন্ত ১৭ লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন
১০