মাদক মামলায় নগরীতে ২ আসামির যাবজ্জীবন

বাসস
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ২২:২৭

খুলনা, ৩০ জুন, ২০২৫ (বাসস): নগরীর সোনাডাঙ্গা মডেল থানার মজিদ সরণি রোডস্থ স্বর্ণ কমল বাড়ির সামনে থেকে ৭০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতারের মামলার ২ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।   

অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার দর্শনা দক্ষিণ চাঁদপুর বৌবাজার পাড়ার মো. করিম বক্সেও ছেলে মো. মামুন ইসলাম (২৫) ও মো. রবিউল ইসলামের ছেলে মো. সাদিক (১৮)। রায় ঘোষণাকালে সাদিক আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মামুন ইসলাম পলাতক রয়েছেন।    

আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী নথির বরাত দিয়ে জানান, ২০১৪ সালের ১২ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন মজিদ সরণি রোডস্থ স্বর্ণ কমল বাড়ির সামনে থেকে ৭০ বোতল ফেন্সিডিলসহ মামুন ইসলাম ও মো. সাদিককে গ্রেফতার করে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা জানায়, ফেন্সিডিলগুলো তারা সোনাডাঙ্গা খুড়ার বস্তির শেফালি নামে এক ব্যক্তির  কাছে বিক্রির জন্য এনেছে। 

এ ঘটনায় এএসআই মো. আশরাফুল আলম বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন। একই  বছরের ১৩ এপ্রিল এস আই মো. আমিরুল ইসলাম আসামি শেফালীকে বাদ দিয়ে মামুন ইসলাম ও মো. সাদিককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট. ফারহানা হক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বান্দরবানে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপকরণ বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ায় টেলিভিশন সাংবাদিকদের প্রশিক্ষণ সম্পন্ন 
নারায়ণগঞ্জে ট্রাক চাপায় একব্যক্তি নিহত 
দীর্ঘদিন পর মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে: আব্দুল হালিম
টেকসই সাপ্লাই চেইনের জন্য অংশীদারিত্ব জোরদারে বিজিএমইএ এবং ব্র্যান্ড ফোরামের বৈঠক
রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্মেলন আয়োজনের প্রস্তাব এপিএইচআরের
ছাত্রজনতার অভ্যুত্থানকালে হামলার ঘটনায় রাজশাহীতে ৯টি মামলার চার্জশিট দিয়েছে পুলিশ 
জাতির সেবায় সদা প্রস্তুত ৬০ লাখ আনসার-ভিডিপি : কুমিল্লায় মহাপরিচালক
ক্ষমতার লোভে আওয়ামী লীগ একের পর এক ভুয়া ভোট করেছিল : ড. মঈন খান
সাদা পাথর এলাকায় মঙ্গলবার পর্যন্ত ১৭ লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন
১০