রাসিকের ৮০৬ কোটি টাকার বাজেট 

বাসস
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ২২:৪৫
ছবি : বাসস

রাজশাহী, ৩০ জুন, ২০২৫ (বাসস): রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) জন্য ২০২৫-২৬ অর্থ বছরে ৮০৬ কোটি টাকার বাজেট অনুমোদন দেয়া হয়েছে। 

আজ সোমবার রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক খোন্দকার আজিম আহমেদের সভাপতিত্বে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত বাজেট সভায় এই অনুমোদন দেওয়া হয়। 

সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) প্রশাসক খোন্দকার আজিম আহমেদ বলেন, ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন উভয় খাতে মোট প্রাপ্তি (আয়) ধরা হয়েছে ৮০৬ কোটি ৬১ লাখ ২১ হাজার টাকা। প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন উভয় খাতে মোট পরিশোধ (ব্যয়) ধরা হয়েছে ৮০৬ কোটি ৩৬ লাখ ২১ হাজার টাকা। 

এই ছাড়াও নগর ভবনের সিটি হল সভাকক্ষে রাসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত কমিটির ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক খোন্দকার আজিম আহমেদ। 

সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব মোছা. রুমানা আফরোজ ও বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বরগুনায় গ্রাম পুলিশ সদস্যদের প্রশিক্ষণ সমাপ্ত
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্ট্রোক ও পুনর্বাসন কেন্দ্র উদ্বোধন
রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব শুরু
আমাদের আরও প্রযুক্তিনির্ভর হতে হবে : এ এস এম সালেহ আহমেদ
কারিগরি বৃত্তি ফরম পূরণের সময় ফের বাড়লো
রাজশাহী বিভাগীয় বইমেলা শুরু আগামীকাল
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের আয়কর নথি জব্দের আদেশ
নির্বাচনে রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব বরদাশত করা হবে না : ডিএমপি কমিশনার
শাপলা কলি যুক্ত করে ইসির প্রতীক তালিকা হালনাগাদ, গেজেট প্রকাশ
মাদারীপুরের শিবচরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে টিন ও অর্থ বিতরণ
১০