ঝিনাইদহের শৈলকূপায় ট্রাক চাপায় প্রাণ গেল মুক্তিযোদ্ধার

বাসস
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১১:২১
ছবি: বাসস

ঝিনাইদহ, ১ জুলাই ২০২৫ (বাসস): জেলার শৈলকূপা উপজেলার আসাননগর এলাকায় ট্রাক চাপায় গোলাম বারিক মণ্ডল (৭৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী লিমা বেগম। নিহত গোলাম বারিক মণ্ডল মুক্তিযোদ্ধা ছিলেন। 

গতকাল  সোমবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আসাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বারিক মণ্ডল উপজেলার উমেদপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত হামেদ আলী মণ্ডলের পুত্র।

স্থানীয়রা জানায়, গোলাম বারিক মণ্ডল তার স্ত্রী লিমা বেগমকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে ভাটই বাজার থেকে ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আসাননগর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে বারিক মণ্ডলের স্ত্রী ছিটকে সড়কের পাশে পড়ে যায়। ওই অবস্থায় ট্রাকটি মোটরসাইকেলসহ বারিক মণ্ডলকে চাপা দেয়। এতে বারিক মণ্ডল ঘটনাস্থলেই নিহত হন।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। আহত ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটি হাইওয়ে পুলিশ আটক করলেও চালক পালিয়ে গেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কৃষক লীগের সম্পাদক মন্ডলীর সদস্য গ্রেফতার
পিরোজপুরে সাবেক সাব-রেজিস্ট্রার ও তার স্ত্রীর বিরুদ্ধে  দুদকের মামলা
সেবা প্রদানে হয়রানি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
নির্বাচন পর্যবেক্ষণ করতে ৩৩১ দেশি সংস্থার আবেদন
দেশব্যাপী বিভ্রাটের পর ইরাকে বিদ্যুৎ সরবরাহ চালু
ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মহফুজা খানম আর নেই
পিতার জবানবন্দি : একমাত্র পুত্রকে হারিয়ে পাগলের মতো জীবন যাপন করছি
পি আর পদ্ধতিতে নির্বাচন হলে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হবে : চরমোনাইর পীর 
জনগণের রায় নিয়ে সরকার গঠন করলে মিলে-মিশে দেশ পরিচালনা করবে বিএনপি : তারেক রহমান 
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করতে কানাডা যাচ্ছেন সিইসি
১০