ফুলবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা

বাসস
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১২:২৫
মঙ্গলবার দিনাজপুর ফুলবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত

দিনাজপুর, ১ জুলাই ২০২৫ (বাসস) : নতুন করারোপ ছাড়াই ২০২৫-২৬ অর্থবছরে ৬১ কোটি ৪ লাখ ২৩ হাজার ৫১৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। 

আজ সকালে দিনাজপুর ফুলবাড়ী পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক সুধী সমাবেশে পৌর প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী এই বাজেট ঘোষণা করেন। নতুন অর্থ বছরের জন্য বরাদ্দকৃত বাজেটের মধ্যে পৌরসভার রাজস্ব আয় ৪ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৫৭২টাকা। গত অর্থ বছরের রাজস্ব স্থিতি ৩৩ লাখ ৫৯ হাজার ৯৪৬ টাকা এবং উন্নয়ন খাত থেকে আয় ৫৫ কোটি ৯০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। 

পৌর প্রশাসক মো. ইসাহাক আলী বলেন, বিগত অর্থ বছরগুলোতে করোনা প্রাদুর্ভাবে বিশ্ব মন্দা সৃষ্টি এবং জুলাই বিপ্লবের মধ্য দিয়ে শাসন ক্ষমতার পরিবর্তনে পৌরসভার রাজস্ব আয় কমে আসে। একইসঙ্গে সরকারের উন্নয়ন প্রকল্পে অর্থ বরাদ্দ সীমিত করা হয়। ফলে পৌরসভার আশানুরূপ উন্নয়ন হয়নি। আগামী অর্থ বছরে সরকারের নতুন প্রকল্প ও অর্থ বরাদ্দ বৃদ্ধি পাবে। এসব কারণে আগামী অর্থ বছরে আশানুরূপ উন্নয়ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. লুৎফুল হুদা চৌধুরী ও কাউন্সিলরদের দায়িত্বে থাকা ফুলবাড়ী থানার ওসি পরিদর্শক একেএম খন্দকার মহিব্বুল।

বাজেটের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন ও পরামর্শমূলক বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাদৎ আলী সাহাজুল, ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির আহ্বায়ক এম এ কাইয়ুম, সদস্য সচিব মানিক মণ্ডল, সাংবাদিক মো. রজব আলী, মাদিলা হাট কলেজের অধ্যক্ষ ও ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি আবু শহীদ, জামায়াতে ইসলামীর পৌর আমির জয়নাল আবেদিন এবং জামায়াত নেতা মঞ্জুরুল কাদির।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান, এনসিপি নেতৃবৃন্দ ও পৌরসভার পদস্থ কর্মকর্তা-কর্মচারী ও সুধীজন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানকে ৮৮ রানে হারিয়েছে ভারত
ঢাকা মহানগরীতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫হাজার ৫৫৮টি মামলা নিষ্পত্তি
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
পটুয়াখালীর বাউফলে মা ইলিশ রক্ষায় দিনভর অভিযান
কঠিন চীবর দানোৎসব উপলক্ষে ধর্ম উপদেষ্টার শুভেচ্ছা 
পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান
তিস্তা নদীতে রেড অ্যালার্ট : বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে পানি
শেখ হাসিনাকে ফেরত দেয়া ছাড়া ভারত প্রত্যাশিত আচরণ পাবে না : সারজিস আলম
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত ঘোষণা
বাংলাদেশকে ১৪৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
১০