নড়াইলে ২৫,১৪৬ টন আউশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ডিএই

বাসস
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৪:২৪
প্রতীকী ছবি

নড়াইল, ৩ জুলাই ২০২৫ (বাসস): কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) চলতি মৌসুমে জেলার তিনটি উপজেলায় ৯,৬৬৫ হেক্টর জমি থেকে ২৫,১৪৬ মেট্রিক টন আউশ ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, নড়াইল সদর উপজেলায় ৬,৯২৫ হেক্টর, লোহাগড়া উপজেলায় ১২,১৬৫ হেক্টর এবং কালিয়া উপজেলায় ৪,৪০৮ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ করা হয়েছে। অনুকূল জলবায়ু এবং সাম্প্রতিক ঘন ঘন বৃষ্টিপাতের কারণে জেলায় আউশ ধানের গাছগুলো খুব দ্রুত বড় হচ্ছে।

নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) মো. জসিম উদ্দিন বলেন, বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের আউশ বীজ, সার এবং অন্যান্য সহায়তা পাওয়ায় সাম্প্রতিক বছরগুলিতে কৃষকরা আউশ ধান চাষে আগ্রহী হয়েছে। চলতি মৌসুমেও কৃষকরা আউশ ধান চাষ করে ভালো দাম পাওয়ার আশা করছেন।

তিনি বলেন, ডিএই এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা এবং ডিলাররা কৃষকদের স্থানীয়ভাবে উৎপাদিত উন্নতমানের আউশ ধানের বীজ যেমন, বিরি-৪৮ এবং রাতোয়েল সরবরাহ করেছে। পাশাপাশি আউশ চাষ সম্প্রসারণের জন্য উন্নত প্রযুক্তির যন্ত্রপাতিও সরবরাহ করেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইউক্রেনে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া, ব্যবহার করেছে ৬১৪টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র : কিয়েভ
ফেড কর্মকর্তারা কর্মসংস্থানের চেয়ে মুদ্রাস্ফীতির ঝুঁকি নিয়ে বেশি উদ্বিগ্ন
শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে সেই সুখরঞ্জন বালির অভিযোগ দাখিল
বগুড়ায় প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু
উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
পশ্চিম তীরে বসতি স্থাপন প্রকল্প অনুমোদন ইসরাইলের
আনার চাষে সফল দিনাজপুরের দুই বন্ধু
শেরপুরে পাটের অধিক ফলনে খুশি কৃষকরা
ভোলা উপকূলের নদনদী উত্তাল, পাঁচদিন ধরে ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ
দেশজুড়ে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা
১০