নড়াইলে ২৫,১৪৬ টন আউশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ডিএই

বাসস
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৪:২৪
প্রতীকী ছবি

নড়াইল, ৩ জুলাই ২০২৫ (বাসস): কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) চলতি মৌসুমে জেলার তিনটি উপজেলায় ৯,৬৬৫ হেক্টর জমি থেকে ২৫,১৪৬ মেট্রিক টন আউশ ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, নড়াইল সদর উপজেলায় ৬,৯২৫ হেক্টর, লোহাগড়া উপজেলায় ১২,১৬৫ হেক্টর এবং কালিয়া উপজেলায় ৪,৪০৮ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ করা হয়েছে। অনুকূল জলবায়ু এবং সাম্প্রতিক ঘন ঘন বৃষ্টিপাতের কারণে জেলায় আউশ ধানের গাছগুলো খুব দ্রুত বড় হচ্ছে।

নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) মো. জসিম উদ্দিন বলেন, বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের আউশ বীজ, সার এবং অন্যান্য সহায়তা পাওয়ায় সাম্প্রতিক বছরগুলিতে কৃষকরা আউশ ধান চাষে আগ্রহী হয়েছে। চলতি মৌসুমেও কৃষকরা আউশ ধান চাষ করে ভালো দাম পাওয়ার আশা করছেন।

তিনি বলেন, ডিএই এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা এবং ডিলাররা কৃষকদের স্থানীয়ভাবে উৎপাদিত উন্নতমানের আউশ ধানের বীজ যেমন, বিরি-৪৮ এবং রাতোয়েল সরবরাহ করেছে। পাশাপাশি আউশ চাষ সম্প্রসারণের জন্য উন্নত প্রযুক্তির যন্ত্রপাতিও সরবরাহ করেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দলমত নির্বিশেষে আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ : নাহিদ ইসলাম
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে তরুণদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতা
অপারেশন ঈগল হান্ট মামলায় সাবেক এসপি আসাদ দুই দিনের রিমান্ডে
সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রীর এপিএস রাশেদ গ্রেফতার
ট্রাম্পের বিতর্কিত ট্যাক্স বিল পাসে চূড়ান্ত ভোটাভুটি হতে যাচ্ছে
আইজিপির সাথে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের আলোচনা চলছে : তৌহিদ
জোতার মৃত্যুতে রোনালদো-নাদালের শোক
ঢাবিতে আন্তঃহল সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা শুরু
‘এটা কোনো জীবন নয়’: গাজা সিটিতে স্কুল-আশ্রয়ে ইসরাইলি হামলা
১০