নড়াইলে ২৫,১৪৬ টন আউশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ডিএই

বাসস
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৪:২৪
প্রতীকী ছবি

নড়াইল, ৩ জুলাই ২০২৫ (বাসস): কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) চলতি মৌসুমে জেলার তিনটি উপজেলায় ৯,৬৬৫ হেক্টর জমি থেকে ২৫,১৪৬ মেট্রিক টন আউশ ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, নড়াইল সদর উপজেলায় ৬,৯২৫ হেক্টর, লোহাগড়া উপজেলায় ১২,১৬৫ হেক্টর এবং কালিয়া উপজেলায় ৪,৪০৮ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ করা হয়েছে। অনুকূল জলবায়ু এবং সাম্প্রতিক ঘন ঘন বৃষ্টিপাতের কারণে জেলায় আউশ ধানের গাছগুলো খুব দ্রুত বড় হচ্ছে।

নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) মো. জসিম উদ্দিন বলেন, বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের আউশ বীজ, সার এবং অন্যান্য সহায়তা পাওয়ায় সাম্প্রতিক বছরগুলিতে কৃষকরা আউশ ধান চাষে আগ্রহী হয়েছে। চলতি মৌসুমেও কৃষকরা আউশ ধান চাষ করে ভালো দাম পাওয়ার আশা করছেন।

তিনি বলেন, ডিএই এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা এবং ডিলাররা কৃষকদের স্থানীয়ভাবে উৎপাদিত উন্নতমানের আউশ ধানের বীজ যেমন, বিরি-৪৮ এবং রাতোয়েল সরবরাহ করেছে। পাশাপাশি আউশ চাষ সম্প্রসারণের জন্য উন্নত প্রযুক্তির যন্ত্রপাতিও সরবরাহ করেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতিসংঘ পরিদর্শকদের পরমাণু স্থাপনায় প্রবেশ প্রত্যাখ্যান ইরানের
সুদমুক্ত ঋণ আদায়ে সরকার কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবে: এম সাখাওয়াত হোসেন
ঘুষ গ্রহণের দায়ে বিআইডব্লিউটিএ’র দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত
সীমান্ত সুরক্ষা ও অবৈধ অভিবাসন রোধে ইইউর সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সাতক্ষীরায় শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভা 
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামীকাল ঐক্যমত্য কমিশনের বৈঠক 
চট্টগ্রামে হালদা নদী থেকে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
দিনাজপুরে র‌্যাবের অভিযানে মাদকসহ দু'জন মাদক কারবারি গ্রেফতার 
আবাসিক হলে হবে না চাকসুর ভোটকেন্দ্র, আচরণবিধি প্রকাশ
সাতক্ষীরায় টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি সভা
১০