মার্কিন শুল্ক আলোচনার দরজা এখনও খোলা: বাণিজ্য সচিব

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৮:১০
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। ফাইল ছবি

ঢাকা, ৮ জুলাই, ২০২৫ (বাসস): বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আজ বলেছেন, বাংলাদেশি পণ্যের উপর আরোপিত মার্কিন শুল্ক নিয়ে আলোচনার দরজা এখনও খোলা আছে এবং আলোচনা থেকে আরও ভালো ফল পাওয়ার আশা করছেন তিনি।

তিনি বলেন, ‘বাংলাদেশ বাণিজ্য ঘাটতি কমাতে গম, সয়াবিন এবং বিমানসহ বিভিন্ন মার্কিন পণ্যের উপর ছাড় দেওয়ার প্রস্তাব করেছে। সে অনুযায়ী, বাংলাদেশ আরও বোয়িং বিমান কিনবে এবং তুলা আমদানি বৃদ্ধি করবে। বাংলাদেশ সরকার খাদ্যশস্য ক্রয়েও আমেরিকাকে গুরুত্ব দেবে। এই বিষয়গুলোতে ছাড় দেওয়া বা গ্রহণ করার ক্ষেত্রে কোনও বাধা নেই।’

সচিবালয়ে অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির দু’টি পৃথক বৈঠকে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব এসব কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে একটি চিঠি পাঠিয়ে বাংলাদেশি পণ্যের উপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।

চিঠিতে ট্রাম্প বলেছেন আগামী ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা বাংলাদেশি পণ্যের উপর ৩৫ শতাংশ শুল্ক কার্যকর হবে।

তবে, তিনি দ্বিপাক্ষিক শুল্ক আলোচনার দরজাও খোলা রেখেছেন এবং চিঠির কিছু অংশ পুনর্বিবেচনা করা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০