পিরোজপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ তিন নেতা কারাগারে

বাসস
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ২০:১৭ আপডেট: : ০৯ জুলাই ২০২৫, ২০:২৫
ছবি : বাসস

পিরোজপুর, ৯ জুলাই, ২০২৫ (বাসস): বিএনপি'র অফিস ভাঙচুর ও অগ্নি সংযোগের মামলায় জেলার কাউখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট একেএম আব্দুস শহীদকে কারাগারে পাঠিয়েছে আদালত।

একই মামলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ খান খোকন ও উপজেলা যুবলীগের সদস্য সচিব নাসির উদ্দিন তালুকদারকেও কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার বেলা ১২টার দিকে কাউখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস শহীদসহ এই তিনজন আদালতে আত্মসমর্পণ করলে পিরোজপুর জেলা ও দায়রা জজ মুজিবুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল কালাম আজাদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, এডভোকেট আব্দুস শহীদসহ আওয়ামী লীগের এই তিন নেতার বিরুদ্ধে গত ৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নি সংযোগের মামলা রয়েছে।

এর আগে তারা এই মামলায় উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিন নিয়েছিলেন।

উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে আজ বুধবার পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে নেপালে বিক্ষোভে কমপক্ষে ১৯ জন নিহত
বিএফআইইউ প্রধান শাহীনুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
সরকার সার ও ফসফরিক অ্যাসিড আমদানি করবে 
নুরের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে আলতাফ হোসেন চৌধুরী
ডা. শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে পর্দা উঠল ১৭তম এশিয়া কাপের
ইংল্যান্ডের বিপক্ষে টানা দ্বিতীয় সিরিজ জয়ে চোখ দক্ষিণ আফ্রিকার
এশিয়া কাপে নিজেদের শতভাগ দিতে প্রস্তুত দল : লিটন
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
বিজিবির অভিযানে সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও ওষুধসহ বিভিন্ন মালামাল জব্দ
১০