পিরোজপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ তিন নেতা কারাগারে

বাসস
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ২০:১৭ আপডেট: : ০৯ জুলাই ২০২৫, ২০:২৫
ছবি : বাসস

পিরোজপুর, ৯ জুলাই, ২০২৫ (বাসস): বিএনপি'র অফিস ভাঙচুর ও অগ্নি সংযোগের মামলায় জেলার কাউখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট একেএম আব্দুস শহীদকে কারাগারে পাঠিয়েছে আদালত।

একই মামলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ খান খোকন ও উপজেলা যুবলীগের সদস্য সচিব নাসির উদ্দিন তালুকদারকেও কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার বেলা ১২টার দিকে কাউখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস শহীদসহ এই তিনজন আদালতে আত্মসমর্পণ করলে পিরোজপুর জেলা ও দায়রা জজ মুজিবুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল কালাম আজাদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, এডভোকেট আব্দুস শহীদসহ আওয়ামী লীগের এই তিন নেতার বিরুদ্ধে গত ৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নি সংযোগের মামলা রয়েছে।

এর আগে তারা এই মামলায় উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিন নিয়েছিলেন।

উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে আজ বুধবার পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০