পিরোজপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ তিন নেতা কারাগারে

বাসস
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ২০:১৭ আপডেট: : ০৯ জুলাই ২০২৫, ২০:২৫
ছবি : বাসস

পিরোজপুর, ৯ জুলাই, ২০২৫ (বাসস): বিএনপি'র অফিস ভাঙচুর ও অগ্নি সংযোগের মামলায় জেলার কাউখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট একেএম আব্দুস শহীদকে কারাগারে পাঠিয়েছে আদালত।

একই মামলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ খান খোকন ও উপজেলা যুবলীগের সদস্য সচিব নাসির উদ্দিন তালুকদারকেও কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার বেলা ১২টার দিকে কাউখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস শহীদসহ এই তিনজন আদালতে আত্মসমর্পণ করলে পিরোজপুর জেলা ও দায়রা জজ মুজিবুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল কালাম আজাদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, এডভোকেট আব্দুস শহীদসহ আওয়ামী লীগের এই তিন নেতার বিরুদ্ধে গত ৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নি সংযোগের মামলা রয়েছে।

এর আগে তারা এই মামলায় উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিন নিয়েছিলেন।

উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে আজ বুধবার পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তারেক রহমানের ৬১তম জন্মদিনে ৬১টি কোরআন বিতরণ
ভূমিকম্পে হতাহতের ঘটনায় শোক প্রকাশ শিবিরের
লালমনিরহাটে ক্রিকেটের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে : আসিফ আকবর
নারায়ণগঞ্জে ভূমিকম্পে এক শিশুর মৃত্যু
বৈষম্য দূর করে জনগণের অধিকার বাস্তবায়নে কাজ করছে এনসিপি : আল আমিন
সশস্ত্রবাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত আমিরের অংশগ্রহণ
আধুনিক রাষ্ট্র কাঠামো বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই : মনিরুল হক চৌধুরী
রাবিতে অনুষ্ঠিত হলো ১৬শ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড
রাজশাহী রেঞ্জে বিশেষ অভিযান ‘অপারেশন ফার্স্ট লাইট-২’ : গ্রেফতার ৬৪
সেনাকুঞ্জের অনুষ্ঠানে প্রফেসর ড. ইউনূস ও বেগম খালেদা জিয়ার আলাপ
১০