দিনাজপুরে দাফনের ১৫ মাস পর ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন

বাসস
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ২১:০৭
ছবি: বাসস

দিনাজপুর, ৯ জুলাই, ২০২৫ (বাসস): জেলার হাকিমপুর উপজেলার হিলিতে মৃত্যুর ১৫ মাস পর ময়নাতদন্তের জন্য কবর থেকে এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে।

দিনাজপুর হাকিমপুর থানার ওসি পরিদর্শক মো. নাজমুল হক বলেন, আজ বুধবার বিকেল ৪টায় জেলার হাকিমপুর উপজেলার কাকড়াপালি গ্রামের কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের উপস্থিতিতে সিআইডি পুলিশের একটি দল লাশটি উত্তোলন করেন। 

উত্তোলন করা লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

দিনাজপুর সিআইডি পুলিশের এসআই মো. আসাদ হোসেন জানান, ২০২৪ সালের ২৭ এপ্রিল জমিজমা সংক্রান্ত বিরোধে হাবিবুর রহমানের মৃত্যু হয়। হাবিবুর রহমানের কন্যা ববিতা খাতুন এ ঘটনায় একই গ্রামের মনোয়ার হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করে। বিচারক মামলাটি তদন্তের জন্য দিনাজপুর সিআইডি পুলিশকে দায়িত্ব প্রদান করেন।

সিআইডি পুলিশের কর্মকর্তা নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বিচারকের কাছে আবেদন করেন। বিচারকের আদেশে আজ বুধবার কবর থেকে হাবিবুর রহমানের লাশ উত্তোলন করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সূত্রটি জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে নেপালে বিক্ষোভে কমপক্ষে ১৯ জন নিহত
বিএফআইইউ প্রধান শাহীনুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
সরকার সার ও ফসফরিক অ্যাসিড আমদানি করবে 
নুরের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে আলতাফ হোসেন চৌধুরী
ডা. শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে পর্দা উঠল ১৭তম এশিয়া কাপের
ইংল্যান্ডের বিপক্ষে টানা দ্বিতীয় সিরিজ জয়ে চোখ দক্ষিণ আফ্রিকার
এশিয়া কাপে নিজেদের শতভাগ দিতে প্রস্তুত দল : লিটন
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
বিজিবির অভিযানে সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও ওষুধসহ বিভিন্ন মালামাল জব্দ
১০