দিনাজপুরে দাফনের ১৫ মাস পর ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন

বাসস
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ২১:০৭
ছবি: বাসস

দিনাজপুর, ৯ জুলাই, ২০২৫ (বাসস): জেলার হাকিমপুর উপজেলার হিলিতে মৃত্যুর ১৫ মাস পর ময়নাতদন্তের জন্য কবর থেকে এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে।

দিনাজপুর হাকিমপুর থানার ওসি পরিদর্শক মো. নাজমুল হক বলেন, আজ বুধবার বিকেল ৪টায় জেলার হাকিমপুর উপজেলার কাকড়াপালি গ্রামের কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের উপস্থিতিতে সিআইডি পুলিশের একটি দল লাশটি উত্তোলন করেন। 

উত্তোলন করা লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

দিনাজপুর সিআইডি পুলিশের এসআই মো. আসাদ হোসেন জানান, ২০২৪ সালের ২৭ এপ্রিল জমিজমা সংক্রান্ত বিরোধে হাবিবুর রহমানের মৃত্যু হয়। হাবিবুর রহমানের কন্যা ববিতা খাতুন এ ঘটনায় একই গ্রামের মনোয়ার হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করে। বিচারক মামলাটি তদন্তের জন্য দিনাজপুর সিআইডি পুলিশকে দায়িত্ব প্রদান করেন।

সিআইডি পুলিশের কর্মকর্তা নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বিচারকের কাছে আবেদন করেন। বিচারকের আদেশে আজ বুধবার কবর থেকে হাবিবুর রহমানের লাশ উত্তোলন করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সূত্রটি জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০