দিনাজপুরে দাফনের ১৫ মাস পর ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন

বাসস
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ২১:০৭
ছবি: বাসস

দিনাজপুর, ৯ জুলাই, ২০২৫ (বাসস): জেলার হাকিমপুর উপজেলার হিলিতে মৃত্যুর ১৫ মাস পর ময়নাতদন্তের জন্য কবর থেকে এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে।

দিনাজপুর হাকিমপুর থানার ওসি পরিদর্শক মো. নাজমুল হক বলেন, আজ বুধবার বিকেল ৪টায় জেলার হাকিমপুর উপজেলার কাকড়াপালি গ্রামের কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের উপস্থিতিতে সিআইডি পুলিশের একটি দল লাশটি উত্তোলন করেন। 

উত্তোলন করা লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

দিনাজপুর সিআইডি পুলিশের এসআই মো. আসাদ হোসেন জানান, ২০২৪ সালের ২৭ এপ্রিল জমিজমা সংক্রান্ত বিরোধে হাবিবুর রহমানের মৃত্যু হয়। হাবিবুর রহমানের কন্যা ববিতা খাতুন এ ঘটনায় একই গ্রামের মনোয়ার হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করে। বিচারক মামলাটি তদন্তের জন্য দিনাজপুর সিআইডি পুলিশকে দায়িত্ব প্রদান করেন।

সিআইডি পুলিশের কর্মকর্তা নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বিচারকের কাছে আবেদন করেন। বিচারকের আদেশে আজ বুধবার কবর থেকে হাবিবুর রহমানের লাশ উত্তোলন করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সূত্রটি জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তারেক রহমানের ৬১তম জন্মদিনে ৬১টি কোরআন বিতরণ
ভূমিকম্পে হতাহতের ঘটনায় শোক প্রকাশ শিবিরের
লালমনিরহাটে ক্রিকেটের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে : আসিফ আকবর
নারায়ণগঞ্জে ভূমিকম্পে এক শিশুর মৃত্যু
বৈষম্য দূর করে জনগণের অধিকার বাস্তবায়নে কাজ করছে এনসিপি : আল আমিন
সশস্ত্রবাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত আমিরের অংশগ্রহণ
আধুনিক রাষ্ট্র কাঠামো বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই : মনিরুল হক চৌধুরী
রাবিতে অনুষ্ঠিত হলো ১৬শ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড
রাজশাহী রেঞ্জে বিশেষ অভিযান ‘অপারেশন ফার্স্ট লাইট-২’ : গ্রেফতার ৬৪
সেনাকুঞ্জের অনুষ্ঠানে প্রফেসর ড. ইউনূস ও বেগম খালেদা জিয়ার আলাপ
১০