পটুয়াখালীতে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ আষাঢ়ি পূর্ণিমা

বাসস
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ২১:১০ আপডেট: : ০৯ জুলাই ২০২৫, ২১:১৬
ছবি: বাসস

পটুয়াখালী, ৯ জুলাই, ২০২৫ (বাসস): আষাঢ়ি পূর্ণিমা বৌদ্ধ ধর্মের অনুসারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে বুদ্ধের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ, গৃহত্যাগ (মহাভিনিষ্ক্রমণ) এবং সারনাথে প্রথম ধর্মদেশনা (ধর্মচক্র প্রবর্তন)। এটি বৌদ্ধদের জন্য একটি স্মরণীয় ও পবিত্র দিন।

তাই আজকে এই শুভ দিনে পটুয়াখালীর কুয়াকাটায় আষাঢ়ি পূর্ণিমা উদ্‌যাপন করছে বৌদ্ধ সম্প্রদায়। বুধবার সকালে শতাধিক রাখাইন নর-নারী নতুন পোষাকে সজ্জিত হয়ে কুয়াকাটার শ্রী মঙ্গল বৌদ্ধ বিহার ও সীমা বৌদ্ধ বিহারে উপস্থিত হন। 

পরে  তারা তিনমাস বর্ষাবাস পালনের লক্ষ্যে সমবেত প্রার্থনায় মিলিত হন। 

বৌদ্ধ ধর্মাবলম্বীরা জানান, আষাঢ়ি পূর্ণিমা উপলক্ষে তিনমাস বর্ষাবাস পালন করবে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এসময় তারা সংযম পালনের মধ্য দিয়ে ন্যায়, সৎপথে চলা, বুদ্ধের জীবন স্মরণে ও পরোপকারে তিনমাস অতিক্রম করবে।

কুয়াকাটা শ্রী মঙ্গল বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ইন্দ্র বংশ ভিক্ষু বলেন, আষাঢ়ি পূর্ণিমা বৌদ্ধদের কাছে একটি পবিত্র দিন এবং এই দিনে বৌদ্ধ বিহারে পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনা, শীল গ্রহণ, হাজার প্রদীপ দান, ভাবনা ও বুদ্ধের জীবন ও দর্শনের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তার আদর্শ অনুসরণের জন্য সকলে সংকল্পবদ্ধ হয়ে ধর্ম দেশনা দান করে অশান্তিনাশ ও বিশ্বে শান্তি কামনায় সমবেত প্রার্থনা ও পূণ্যদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০