পটুয়াখালীতে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ আষাঢ়ি পূর্ণিমা

বাসস
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ২১:১০ আপডেট: : ০৯ জুলাই ২০২৫, ২১:১৬
ছবি: বাসস

পটুয়াখালী, ৯ জুলাই, ২০২৫ (বাসস): আষাঢ়ি পূর্ণিমা বৌদ্ধ ধর্মের অনুসারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে বুদ্ধের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ, গৃহত্যাগ (মহাভিনিষ্ক্রমণ) এবং সারনাথে প্রথম ধর্মদেশনা (ধর্মচক্র প্রবর্তন)। এটি বৌদ্ধদের জন্য একটি স্মরণীয় ও পবিত্র দিন।

তাই আজকে এই শুভ দিনে পটুয়াখালীর কুয়াকাটায় আষাঢ়ি পূর্ণিমা উদ্‌যাপন করছে বৌদ্ধ সম্প্রদায়। বুধবার সকালে শতাধিক রাখাইন নর-নারী নতুন পোষাকে সজ্জিত হয়ে কুয়াকাটার শ্রী মঙ্গল বৌদ্ধ বিহার ও সীমা বৌদ্ধ বিহারে উপস্থিত হন। 

পরে  তারা তিনমাস বর্ষাবাস পালনের লক্ষ্যে সমবেত প্রার্থনায় মিলিত হন। 

বৌদ্ধ ধর্মাবলম্বীরা জানান, আষাঢ়ি পূর্ণিমা উপলক্ষে তিনমাস বর্ষাবাস পালন করবে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এসময় তারা সংযম পালনের মধ্য দিয়ে ন্যায়, সৎপথে চলা, বুদ্ধের জীবন স্মরণে ও পরোপকারে তিনমাস অতিক্রম করবে।

কুয়াকাটা শ্রী মঙ্গল বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ইন্দ্র বংশ ভিক্ষু বলেন, আষাঢ়ি পূর্ণিমা বৌদ্ধদের কাছে একটি পবিত্র দিন এবং এই দিনে বৌদ্ধ বিহারে পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনা, শীল গ্রহণ, হাজার প্রদীপ দান, ভাবনা ও বুদ্ধের জীবন ও দর্শনের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তার আদর্শ অনুসরণের জন্য সকলে সংকল্পবদ্ধ হয়ে ধর্ম দেশনা দান করে অশান্তিনাশ ও বিশ্বে শান্তি কামনায় সমবেত প্রার্থনা ও পূণ্যদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তারেক রহমানের ৬১তম জন্মদিনে ৬১টি কোরআন বিতরণ
ভূমিকম্পে হতাহতের ঘটনায় শোক প্রকাশ শিবিরের
লালমনিরহাটে ক্রিকেটের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে : আসিফ আকবর
নারায়ণগঞ্জে ভূমিকম্পে এক শিশুর মৃত্যু
বৈষম্য দূর করে জনগণের অধিকার বাস্তবায়নে কাজ করছে এনসিপি : আল আমিন
সশস্ত্রবাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত আমিরের অংশগ্রহণ
আধুনিক রাষ্ট্র কাঠামো বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই : মনিরুল হক চৌধুরী
রাবিতে অনুষ্ঠিত হলো ১৬শ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড
রাজশাহী রেঞ্জে বিশেষ অভিযান ‘অপারেশন ফার্স্ট লাইট-২’ : গ্রেফতার ৬৪
সেনাকুঞ্জের অনুষ্ঠানে প্রফেসর ড. ইউনূস ও বেগম খালেদা জিয়ার আলাপ
১০