কুমিল্লায় খাদ্যে নিষিদ্ধ হাইড্রোজ ও রং ব্যবহার করায় বেকারিকে জরিমানা 

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৯:১৪
ছবি: বাসস

কুমিল্লা (দক্ষিণ), ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার সদর দক্ষিণ উপজেলায় আজ খাদ্যে নিষিদ্ধ হাইড্রোজ ও অননুমোদিত রংয়ের ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ বিস্কুট পুনরায় প্যাকেটজাত করার দায়ে একটি বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ সোমবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার যাত্রাপুর এলাকায় ‘রসনা বিলাস বেকারি’-তে অভিযানকালে এ জরিমানা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। 

এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। 
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, জেলার সদর দক্ষিণ উপজেলার যাত্রাপুর এলাকায় ‘রসনা বিলাস বেকারি’-তে অভিযানকালে মিষ্টি ও পাউরুটিতে নিষিদ্ধ হাইড্রোজ ও অননুমোদিত রঙ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ বিস্কিট পুনরায় প্যাকেটজাতসহ একাধিক অনিয়ম ধরা পড়ে। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, খাদ্যে নিষিদ্ধ হাইড্রোজ ও অননুমোদিত রংয়ের ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ বিস্কুট পুনরায় প্যাকেটজাত প্রভৃতি অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি তথ্য কেন্দ্রের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ
জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
উজবেকিস্তানের আইটি পার্ক সিইও এর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মধ্যপ্রাচ্যে ‘আপ বাংলাদেশ’-এর ৩৮ সদস্যের কমিটি ঘোষণা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৩৩৭ মামলা
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৫৯ জন গ্রেফতার
সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল নেই : আইএসপিআর
পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া করবে রাশিয়া-বেলারুশ
প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন
১০