রাশিয়ার মান সংস্থার সঙ্গে বিএসটিআই’র সমঝোতা স্মারক স্বাক্ষর

বাসস
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৬:৫২
সোমবার তেজগাঁস্থ বিএসটিআই প্রধান কার্যালয়ে বিএসটিআই’র সঙ্গে রাশিয়ার মান সংস্থা জিওএসটিআর’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ছবি : বাসস

ঢাকা, ১৫ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশের জাতীয় মান প্রণয়ন এবং নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সঙ্গে রাশিয়ার মান সংস্থা- ফেডারেল এজেন্সি অন টেকনিক্যাল রেগুলেটিং এন্ড মেট্রোলজির (জিওএসটিআর) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সোমবার রাজধানীর তেজগাঁস্থ বিএসটিআই প্রধান কার্যালয়ে বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিএসটিআইর মহাপরিচালক এস এম ফেরদৌস আলম ও রাশিয়ার পক্ষে সংস্থাটির প্রধান নির্বাহী আন্তন শালায়েভ।

বিএসটিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

এতে জানানো হয়, জাতীয় মান প্রণয়নে দু’দেশের মধ্যে সহযোগিতার বিষয়টি প্রাধান্য দিয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাকসুরা নুর। 

সভায় উপস্থিত ছিলেন- ঢাকাস্থ রাশিয়ান ফেডারেশনের দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর একাতেরিনা সেমিনোভা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস অনুবিভাগের মহাপরিচালক মো. মোশারফ হোসেন, এফবিসিসিআইর প্রশাসক মো. হাফিজুর রহমানসহ শিল্প মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, রাশিয়ান দূতাবাস ও বিএসটিআইর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য এলাকায় একীভূতকরণ প্রক্রিয়া দ্রুততর করতে হবে : সুপ্রদীপ চাকমা
চীন সফর শেষে জামায়াত আমীরের দেশে প্রত্যাবর্তন
যশোরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে ডকুমেন্টরি প্রদর্শন করতে মাউশি’র নির্দেশনা
জুলাই গণঅভ্যুত্থানে মাঠে ছিলাম ‘ক্ষুব্ধ নারী সমাজ’ প্লাটফর্মের ব্যানারে : ফরিদা আখতার
মাদ্রাসায় আরবির পাশাপাশি ইংরেজি ভাষা চর্চায় জোর দিতে হবে : ধর্ম উপদেষ্টা 
শুল্ক কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শক্তিশালী করার পরামর্শ আমির খসরুর
রাজশাহীর বাগমারায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত
রাজশাহীতে মহিলা আওয়ামী লীগ নেত্রীসহ ২০ জন আটক
বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া
১০