রাশিয়ার মান সংস্থার সঙ্গে বিএসটিআই’র সমঝোতা স্মারক স্বাক্ষর

বাসস
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৬:৫২
সোমবার তেজগাঁস্থ বিএসটিআই প্রধান কার্যালয়ে বিএসটিআই’র সঙ্গে রাশিয়ার মান সংস্থা জিওএসটিআর’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ছবি : বাসস

ঢাকা, ১৫ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশের জাতীয় মান প্রণয়ন এবং নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সঙ্গে রাশিয়ার মান সংস্থা- ফেডারেল এজেন্সি অন টেকনিক্যাল রেগুলেটিং এন্ড মেট্রোলজির (জিওএসটিআর) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সোমবার রাজধানীর তেজগাঁস্থ বিএসটিআই প্রধান কার্যালয়ে বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিএসটিআইর মহাপরিচালক এস এম ফেরদৌস আলম ও রাশিয়ার পক্ষে সংস্থাটির প্রধান নির্বাহী আন্তন শালায়েভ।

বিএসটিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

এতে জানানো হয়, জাতীয় মান প্রণয়নে দু’দেশের মধ্যে সহযোগিতার বিষয়টি প্রাধান্য দিয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাকসুরা নুর। 

সভায় উপস্থিত ছিলেন- ঢাকাস্থ রাশিয়ান ফেডারেশনের দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর একাতেরিনা সেমিনোভা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস অনুবিভাগের মহাপরিচালক মো. মোশারফ হোসেন, এফবিসিসিআইর প্রশাসক মো. হাফিজুর রহমানসহ শিল্প মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, রাশিয়ান দূতাবাস ও বিএসটিআইর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে পাঁচটি পাইপগান সহ দেশীয় অস্ত্র উদ্ধার
বিলুপ্ত সংসদের ৩১টি গাড়ি জনপ্রশাসন মন্ত্রণালয়ে হস্তান্তর
সৌদি আরবে দক্ষ কর্মীর চাহিদা পূরণে কাজ করছে সরকার : ড. নেয়ামত উল্যা
পরিবারে সদস্যসহ রূপালী ব্যাংকের সাবেক এমডি মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
হাইকোর্টে স্থায়ী নিয়োগ পাওয়া ২১ বিচারপতির শপথ গ্রহণ
সিলেটের রনি হত্যা মামলার পরিকল্পনাকারী ইমা গ্রেফতার
প্রবাসী ভোটার নিবন্ধনে যে সব দলিলাদি প্রয়োজন হবে
ইইউ চায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক : আমীর খসরু
রাজশাহীতে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২২ 
মাইলস্টোন দুর্ঘটনা : সাড়ে তিন মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরলো যমজ দুই শিশু
১০