সারাদেশের দিন-রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা

বাসস
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১২:১৯
ফাইল ছবি

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

এতে আরও বলা হয়, চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম থেকে উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে তামিল নাড়ু ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম থেকে উত্তরপশ্চিম দিকে আরো অগ্রসর হয়ে গুরুত্বহীন হয়ে পড়বে।

এতে আরো বলা হয়, দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গতকাল (বুধবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ২০.৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে ১ মিলিমিটার।

ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। ঢাকায় বাতাসের গতি উত্তর বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রাম রিজিয়ন: চলতি বছর বিজিবির অভিযানে চোরাই মালামাল ও অস্ত্র উদ্ধার, আটক ২৭ 
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করায় ৮৭ জেলে গ্রেপ্তার
বিতর্কিত কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্বে না রাখার আহ্বান বিএনপির
সাতক্ষীরার রুহাব বাংলাদেশের প্রথম ‘কার্বন-নিউট্রাল শিশু’  
অটোর দৌড়াত্মে হারিয়ে যাচ্ছে প্যাডেলচালিত রিকশা
সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের ৩ সহযোগী রিমান্ডে
সাংবাদিক এইউএম ফখরুদ্দিনের ৫ম মৃত্যুবার্ষিকী কাল
খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ২৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রনয়ণ করা হচ্ছে : কৃষি সচিব
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবন বদলে দিচ্ছে ‘প্রতিভা’
স্বাস্থ্য সনদ না থাকায় চুয়াডাঙ্গায় দোকানিকে জরিমানা
১০