এ মাসেই শুরু হচ্ছে জাপান প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম

বাসস
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৭:৫৮

ঢাকা, ১৫ জুলাই, ২০২৫ (বাসস) : জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের জন্য নির্বাচন কমিশনের (ইসি) কার্যক্রম এ মাসেই (জুলাই) শুরু হতে পারে। 

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর আজ এ কথা জানিয়েছেন।

 হুমায়ুন কবীর এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আমরা আগেই জানিয়েছিলাম, ১৫ জুলাইয়ের মধ্যে জাপানে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানের কার্যক্রম চালু করা সম্ভব হবে। কিন্তু সেখানকার (জাপান) একটি টেকনিক্যাল সমস্যার কারণে এখনো শুরু হয়নি। তবে আমরা প্রস্তুত। আমাদের কর্মকর্তা-কর্মচারী যারা যাবেন তাদের ভিসাও হয়ে আছে। শুধু ওখানে পাবলিক আইপি পেতে একটু সময় লাগছে। ওখানে প্রাইভেট আইপি পাওয়া খুব সহজ। কিন্তু পাবলিক আইপি পেতে একটু সময় লাগে।

তিনি বলেন, আশা করছি আগামী বৃহস্পতিবারের মধ্যে আমরা পাবলিক আইপি পেয়ে যাবো। সেটা হলে আমাদের জনবল যাওয়ার জন্য ১০ থেকে ১২ দিন সময় লাগবে। সুতরাং আমরা এখনো আসাবাদী যে, এ মাসের মধ্যে এটা হয়ে যাবে।
 
গত ২ জুলাই ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) মো. আব্দুল মমিন সরকার স্বাক্ষরিত চিঠি থেকে জানা যায়, পররাষ্ট্র মন্ত্রণালয় গত ২৫ মে জাপান প্রবাসীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম শুরু করার সম্মতি দিয়েছে। এ প্রেক্ষিতে ১৫ জুলাইয়ের মধ্যে এ কার্যক্রম শুরুর প্রস্তুতি সম্পন্ন করে ইসি।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডায় প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। এসব দেশ থেকে  এখন পর্যন্ত প্রায় ৪৮ হাজার ৩২ জন প্রবাসী ভোটার হতে আবেদন করেছেন। এর মধ্যে মিশন অফিস ২৯ হাজার ৬৪৬ জনের বায়োমেট্রিক গ্রহণ করেছে। ১৭ হাজার ৩৬৭ জনকে ভোটার হিসেবে অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে। আবেদন বাতিল হয়েছে ৩ হাজার ৭৫৬ জনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা-চট্টগ্রাম পেট্রোলিয়াম পাইপলাইন উদ্বোধন আগামীকাল
খালেদা জিয়ার জন্মদিনে ফেনীতে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২
খুলনায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীতে খালেদা জিয়ার জন্মদিনে যুবদল ও ছাত্রদলের দোয়া মহফিল
মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ
আহত হাতিকে চিকিৎসা দিতে গিয়ে বনকর্মী ও চিকিৎসকসহ আহত ১৫
১০