বাউবিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত

বাসস
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৯:৫৩
ছবি: জাতীয় বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর

গাজীপুর, ১৬ জুলাই ২০২৫ (বাসস) : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) আজ নানা আয়োজনে ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে। বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে স্মরণীয় ১৬ জুলাই দিনটি উদ্‌যাপিত হয়েছে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে।

দিবসের সূচনা হয় ভোরে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে। বেলা সাড়ে ১১টায় শহীদ আবু সাঈদের সমাধিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম-এর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন রংপুর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আবু হাফিজ মো. ফজলে নিজামী। তার সঙ্গে ছিলেন রংপুর আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা।

আয়োজনের মূল আকর্ষণ ছিল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে মঞ্চস্থ ঐতিহাসিক নাটক ‘সক্রেটিসের জবানবন্দি’। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। 

বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের রাজনৈতিক ইতিহাসে এক সাহসী ও যুগান্তকারী অধ্যায়। এই দিনে যারা শহীদ হয়েছেন, তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়েই আমরা পেয়েছি গণতান্ত্রিক চেতনার ভিত্তি। তাদের পথ ধরেই এসেছে মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়বিচারের অনুশীলন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস এবং ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম।

নাটকটি মঞ্চস্থ করে ‘দৃশ্যপট’ নাট্যগোষ্ঠী এবং পরিচালনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা, মুদ্রণ ও বিতরণ বিভাগের পরিচালক মোহাম্মদ আলী। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী। 

এছাড়া দিবসটি উপলক্ষে গাজীপুর ক্যাম্পাসের কেন্দ্রীয় জামে মসজিদসহ বাউবির সারাদেশব্যাপী আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আলাস্কা উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প
১৮ জুলাই : ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে ঘিরে ব্যাপক সংঘর্ষ, সারাদেশে নিহত ৩১
জাবিতে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘থার্মোকল’-এর যাত্রা শুরু
সিরিয়ায় নিহতের সংখ্যা ৩৫০ ছাড়িয়েছে
ইরাকের শপিংমলে অগ্নিকাণ্ডে হতাহত ৫০
সাব-রেজিস্ট্রি অফিস ভূমি মন্ত্রণালয় গ্রহণে প্রস্তুত: ভূমি উপদেষ্টা
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ
মাদারীপুরে ডিমভর্তি পিকআপ খাদে পড়ে ব্যবসায়ী নিহত
৭ ইলেভেন অধিগ্রহণের প্রস্তাব প্রত্যাহার করল কাউচ টার্ড
সিরিয়ায় ইসরাইলের ‘লাগামহীন আগ্রাসন’র নিন্দা জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
১০