নির্বাচনের আগে দেশবাসী দৃশ্যমান বিচারের উদ্যোগ দেখতে চায় : জুলাই যোদ্ধা সংসদ

বাসস
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ২০:২১
ছবি : বাসস

ঢাকা, ১৬ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের নেতৃবৃন্দ বলেছেন, দীর্ঘ এক বছর অতিক্রান্ত হলেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখনো পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানের খুনি শেখ হাসিনাসহ সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্যান্য হত্যাকারী ঘাতকদের গ্রেফতার কিংবা বিচারের আওতায় আনতে পারেননি।

নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদী শাসনকালে সংঘটিত হত্যাকান্ডের বিচার ও সংস্কারের প্রক্রিয়া জোরদার করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য রয়েছে। নির্বাচনের আগে বিচারের উদ্যোগকে দেশবাসী দৃশ্যমান দেখতে চায়।

জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের হাজীগঞ্জে নবনির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ শেষে এক সমাবেশে বক্তারা এ কথা বলেন। 

বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের আহবায়ক আবু হাসান টিপুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মৃত্যুঞ্জয়ী জুলাই যোদ্ধা নুর রহমান ভূঁইয়া মামুন, আমজাদ হোসেন শামীম, আব্দুর রহমান, মোহাম্মদ নাজমুল হাসান রুমি, মাদকবিরোধী সচেতন নাগরিক সমাজের আহবায়ক বদরুল হক প্রমূখ। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম, রাজিব হোসেন, আলী নেওয়াজ তালুকদার টরী, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মো. রনি, কাজী মোহাম্মদ মাকসুদুল ইসলাম প্রমূখ।

নেতৃবৃন্দ বলেন, কয়েকবার সময় দেয়ার পরও জুলাই ঘোষণা ও জুলাই সনদ আজও আলোর মুখ দেখেনি। বিচার, সংস্কার ও নির্বাচনের মধ্য দিয়ে দেশে জবাবদিহিমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার যে ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে কোন ভাবেই সেটি বিনষ্ট হতে দেয়া যাবেনা। হাজারো শহীদের রক্তভেজা পথে গণতান্ত্রিক উত্তরণের এরকম সময় বারে বারে আসবেনা। রাজনৈতিক ভিন্নতার মধ্যেও রাজনৈতিক দল ও জনগণের মধ্যে ন্যুনতম ঐক্য ধরে রাখতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনসান নীরবতা চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে 
সাইবারট্রাক দুর্ঘটনায় নিহত কিশোরীর পরিবারের টেসলার বিরুদ্ধে মামলা : রিপোর্ট
ইউক্রেনের রেল স্টেশনে রাশিয়ার হামলায় কমপক্ষে ৩০ জন আহত : জেলেনস্কি
জাদেজা নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ শুরু ভারতের
বাংলাদেশ মানবপাচার-বিরোধী পদক্ষেপ জোরদার করেছে : মার্কিন টিআইপি রিপোর্ট
গাজাগামী ফ্লোটিলা থেকে ৩৬ জন নাগরিকের দেশে ফেরার কথা রয়েছে : তুরস্ক
পটুয়াখালীতে ৭ দিনেও খোঁজ মেলেনি ৫ জেলের
চাঁদপুরে ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে নৌ র‌্যালি
মহেশপুরে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
লক্ষ্মীপুরের মেঘনায় ২২ দিনের নিষেধাজ্ঞা, জেলে শূন্য নদী
১০