নির্বাচনের আগে দেশবাসী দৃশ্যমান বিচারের উদ্যোগ দেখতে চায় : জুলাই যোদ্ধা সংসদ

বাসস
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ২০:২১
ছবি : বাসস

ঢাকা, ১৬ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের নেতৃবৃন্দ বলেছেন, দীর্ঘ এক বছর অতিক্রান্ত হলেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখনো পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানের খুনি শেখ হাসিনাসহ সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্যান্য হত্যাকারী ঘাতকদের গ্রেফতার কিংবা বিচারের আওতায় আনতে পারেননি।

নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদী শাসনকালে সংঘটিত হত্যাকান্ডের বিচার ও সংস্কারের প্রক্রিয়া জোরদার করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য রয়েছে। নির্বাচনের আগে বিচারের উদ্যোগকে দেশবাসী দৃশ্যমান দেখতে চায়।

জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের হাজীগঞ্জে নবনির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ শেষে এক সমাবেশে বক্তারা এ কথা বলেন। 

বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের আহবায়ক আবু হাসান টিপুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মৃত্যুঞ্জয়ী জুলাই যোদ্ধা নুর রহমান ভূঁইয়া মামুন, আমজাদ হোসেন শামীম, আব্দুর রহমান, মোহাম্মদ নাজমুল হাসান রুমি, মাদকবিরোধী সচেতন নাগরিক সমাজের আহবায়ক বদরুল হক প্রমূখ। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম, রাজিব হোসেন, আলী নেওয়াজ তালুকদার টরী, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মো. রনি, কাজী মোহাম্মদ মাকসুদুল ইসলাম প্রমূখ।

নেতৃবৃন্দ বলেন, কয়েকবার সময় দেয়ার পরও জুলাই ঘোষণা ও জুলাই সনদ আজও আলোর মুখ দেখেনি। বিচার, সংস্কার ও নির্বাচনের মধ্য দিয়ে দেশে জবাবদিহিমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার যে ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে কোন ভাবেই সেটি বিনষ্ট হতে দেয়া যাবেনা। হাজারো শহীদের রক্তভেজা পথে গণতান্ত্রিক উত্তরণের এরকম সময় বারে বারে আসবেনা। রাজনৈতিক ভিন্নতার মধ্যেও রাজনৈতিক দল ও জনগণের মধ্যে ন্যুনতম ঐক্য ধরে রাখতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০