টেকনাফে অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ২১:০৭

কক্সবাজার, ১৬ জুলাই ২০২৫ (বাসস): জেলার টেকনাফে কুখ্যাত ডাকাত শফির অন্যতম সহযোগী মোহাম্মদ রুবেলকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। 

আজ বুধবার দুপুরে র‌্যাব-১৫ এর কক্সবাজার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান।

গ্রেপ্তার মোহাম্মদ রুবেল (২৭) টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার বাসিন্দা। তার নামে একাধিক মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় কুখ্যাত সন্ত্রাসী শফি ডাকাত তার সশস্ত্র সহযোগীদের নিয়ে পশ্চিম লেদা এলাকার ডাকাত খালেকের বাড়িতে অবস্থান করছে। এর প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-১৫ এর একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। অভিযানের শুরুতেই শফি ও তার দল র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।

তাদের ধাওয়া করে র‌্যাব রুবেলকে একটি লোডেড অস্ত্রসহ আটক করে। পরে তার সহযোগীদের ফেলে যাওয়া ১টি শটগান, ৩টি দেশীয় অস্ত্র (লোকাল গান), ১২টি তাজা গুলি, ৪২টি খালি শটগান ও এলজির কার্তুজ এবং ২টি স্মার্টফোন উদ্ধার করা হয়।

র‌্যাব অধিনায়ক বলেন, অভিযানে ডাকাত শফির সঙ্গে থাকা ১১ সন্ত্রাসীর পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলো, মো. আলম, মো. খালেক, সৈয়দ নূর, রাসেল ওরফে আব্বুইয়া, কামাল হোসেন, আনোয়ার সাদেক, আব্দুর রহমান, রবিউল হাসান ওরফে রবিয়া, আব্দুল আউয়াল ওরফে বুড়া পতিয়া, মোহাম্মদ আসিফ ও ইমাম হোসেন।

তিনি জানান, চক্রটি টেকনাফের গহীন পাহাড় ও সমতলে দীর্ঘদিন ধরে ডাকাতি, মুক্তিপণ আদায়, অপহরণ ও চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত। ডাকাত শফির বিরুদ্ধে ৫টি অপহরণ, ৪টি অস্ত্র, ২টি ডাকাতির প্রস্তুতি, ৩টি মারামারি, ২টি হত্যা ও সরকারি কাজে বাধা দেওয়াসহ ১৭টি মামলা রয়েছে। তাকে ও তার সহযোগীদের গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০