ঝালকাঠিতে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা

বাসস
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ২১:১২
জুলাই শহীদ দিবসে আলোচনা সভা। ছবি : বাসস

ঝালকাঠি, ১৬ জুলাই, ২০২৫ (বাসস): জুলাই শহীদ দিবস উপলক্ষে ঝালকাঠিতে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার বিকেল চারটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মো. কাওছার হোসেন।

আলোচনা সভায় জুলাই আন্দোলনে আহত এবং শহীদ পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, সরকারি কর্মকর্তা ও সুধীজনরা সভায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডিসি আশরাফুর রহমান বলেন, জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায়। গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে যারা জীবন দিয়েছেন, তাঁদের প্রতি জাতি চিরঋণী। তাঁদের আত্মত্যাগ আমাদের নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা।

অনুষ্ঠানে বক্তারা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় তাঁদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রতি বছর নিয়মিতভাবে এ দিবস পালনের মাধ্যমে আগামী প্রজন্মকে ইতিহাস সম্পর্কে সচেতন করা জরুরি।

আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০