ঝালকাঠিতে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা

বাসস
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ২১:১২
জুলাই শহীদ দিবসে আলোচনা সভা। ছবি : বাসস

ঝালকাঠি, ১৬ জুলাই, ২০২৫ (বাসস): জুলাই শহীদ দিবস উপলক্ষে ঝালকাঠিতে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার বিকেল চারটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মো. কাওছার হোসেন।

আলোচনা সভায় জুলাই আন্দোলনে আহত এবং শহীদ পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, সরকারি কর্মকর্তা ও সুধীজনরা সভায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডিসি আশরাফুর রহমান বলেন, জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায়। গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে যারা জীবন দিয়েছেন, তাঁদের প্রতি জাতি চিরঋণী। তাঁদের আত্মত্যাগ আমাদের নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা।

অনুষ্ঠানে বক্তারা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় তাঁদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রতি বছর নিয়মিতভাবে এ দিবস পালনের মাধ্যমে আগামী প্রজন্মকে ইতিহাস সম্পর্কে সচেতন করা জরুরি।

আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পোক্রোভস্কে রুশ বাহিনী অবস্থান নিয়েছে: জেলেনস্কি
ইসরাইলি পুলিশের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত
নির্বাচন কমিশন সচিবালয়ে নিরাপত্তা জোরদার করার নির্দেশ
বিএনপি মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক
ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের তিন নেতা কারাগারে
মেহেরপুরের দেড়শ বছরের ঐতিহ্য ‘সাবিত্রী ’ মিষ্টি
নওগাঁয় আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা
জুলাই সনদের বাস্তবায়ন নতুন বাংলাদেশের পথ দেখাবে : প্রধান উপদেষ্টা
যুক্তরাষ্ট্র-জাপান পরস্পরের ‘শক্তিশালী’ মিত্র: ট্রাম্প
সুদানের আরএসএফ’কে এল-ফাশারে ২ হাজার লোককে হত্যা করেছে
১০