খাগড়াছড়ি, ১৬ জুলাই ২০২৫ (বাসস): জেলার দীঘিনালা উপজেলায় আজ মাইনী নদীতে পড়ে পানিতে ডুবে মো. সাইমন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুরে দীঘিনালা উপজেলায় কবাখালী ইউনিয়নের মাইনী নদী সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশু মো. সাইমন জেলার দীঘিনালা উপজেলার আল-কোরআন একাডেমীর ছাত্র এবং কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুর এলাকার মো. খোরশেদ আলম ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বিদ্যালয় ছুটির পর সাইমন তার ছোট ভাইসহ নদীর পাশে তাদের চাচার সাথে দেখা করতে যাচ্ছিল। হেঁটে যাওয়ার সময় ছোট ভাই সাইমের একটি জুতা নদীতে পড়ে গেলে সেটি তুলতে গিয়ে বড় ভাই সাইমন পানিতে পড়ে যায়। একপর্যায়ে শিশু সাইমন স্রোতের মধ্যে ভারসাম্য হারিয়ে পানিতে তলিয়ে যায়।
তার ছোট ভাই সাইম তখন আতঙ্কে আশেপাশের লোকজনকে ডাকাডাকি করতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। স্থানীয়দের সহায়তায় বিকাল ৪টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা মাইনী ব্রীজ সংলগ্ন নদীর আংটির পাশে শিশু মো. সাইমনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দীঘিনালায় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, নদী থেকে শিশু সাইমনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।