তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নেত্রকোণার বারহাট্টায় বিএনপির বিক্ষোভ মিছিল

বাসস
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১১:০৩
ছবি : সংগৃহীত

নেত্রকোণা, ১৭ জুলাই, ২০২৫ (বাসস) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র ও কটূক্তির প্রতিবাদে নেত্রকোণার বারহাট্টায় বিক্ষোভ মিছিল করেছে দলটি।

উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল এ কর্মসূচি পালিত হয়। সকাল থেকেই উপজেলা ও আশপাশের এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা বারহাট্টা মডেল মোড়ের দলীয় কার্যালয়ে জড়ো হয়।

‘ষড়যন্ত্র হয়নি শেষ—সজাগ থাকো বাংলাদেশ’—এমন শ্লোগানে মিছিলটি বারহাট্টা মডেল মোড় থেকে শুরু হয়ে সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে গোপালপুর বাজারে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তাক আহমেদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল। 

সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমানকে ঘিরে নানামুখী ষড়যন্ত্র চলছে। তাকে নিয়ে কটূক্তি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

বক্তারা বলেন, যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের পরিণতি ভালো হবে না। দেশের সুন্দর পরিবেশকে অশান্ত না করে গণতান্ত্রিক ধারায় দেশকে এগিয়ে নিতে কটূক্তিকারীদের প্রতি আহ্বান জানান তারা।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বড় জয়ে এশিয়া কাপ শুরু আফগানিস্তানের
কাতারের ওপর ইসরাইলের হামলায় জামায়াতের নিন্দা
নেপালে আটকে পড়া জাতীয় ফুটবল দলের নিরাপদ প্রত্যাবর্তনে তৎপর সরকার
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে ১,৭৫১ জন গ্রেফতার
আলজেরিয়ায় বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৬ কোটি টাকার ইয়াবাসহ ৬ পাচারকারী আটক
রাষ্ট্রপতির কাছে জুডিশিয়াল সার্ভিস কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২৪ জমা
চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ জন গ্রেফতার 
নেপালে আটকে পড়া বিমান যাত্রীদের জরুরি যোগাযোগের তথ্য প্রকাশ করেছে দূতাবাস
১০