তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নেত্রকোণার বারহাট্টায় বিএনপির বিক্ষোভ মিছিল

বাসস
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১১:০৩
ছবি : সংগৃহীত

নেত্রকোণা, ১৭ জুলাই, ২০২৫ (বাসস) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র ও কটূক্তির প্রতিবাদে নেত্রকোণার বারহাট্টায় বিক্ষোভ মিছিল করেছে দলটি।

উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল এ কর্মসূচি পালিত হয়। সকাল থেকেই উপজেলা ও আশপাশের এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা বারহাট্টা মডেল মোড়ের দলীয় কার্যালয়ে জড়ো হয়।

‘ষড়যন্ত্র হয়নি শেষ—সজাগ থাকো বাংলাদেশ’—এমন শ্লোগানে মিছিলটি বারহাট্টা মডেল মোড় থেকে শুরু হয়ে সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে গোপালপুর বাজারে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তাক আহমেদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল। 

সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমানকে ঘিরে নানামুখী ষড়যন্ত্র চলছে। তাকে নিয়ে কটূক্তি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

বক্তারা বলেন, যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের পরিণতি ভালো হবে না। দেশের সুন্দর পরিবেশকে অশান্ত না করে গণতান্ত্রিক ধারায় দেশকে এগিয়ে নিতে কটূক্তিকারীদের প্রতি আহ্বান জানান তারা।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আলেমদেরকে রাষ্ট্রের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে : ধর্ম উপদেষ্টা
সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
নাটোরে পল্লী সঞ্চয় ব্যাংকের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
গাজীপুরে ভূমিকম্পে আতঙ্ক সৃষ্টি, হতাহতের খবর পাওয়া যায়নি 
আইএলও মহাপরিচালকের সাথে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার বৈঠক
ভূমিকম্পে ক্ষয়ক্ষতির প্রাথমিক প্রতিবেদন
কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ‘এ’ দল
চট্টগ্রামে সাবেক এমপি মহিউদ্দিন বাচ্চুর সহযোগী আবু বক্কর গ্রেপ্তার
ভূমিকম্পে আহতদের চিকিৎসায় বিএমইউতে জরুরি প্রস্তুতি
১০