তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নেত্রকোণার বারহাট্টায় বিএনপির বিক্ষোভ মিছিল

বাসস
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১১:০৩
ছবি : সংগৃহীত

নেত্রকোণা, ১৭ জুলাই, ২০২৫ (বাসস) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র ও কটূক্তির প্রতিবাদে নেত্রকোণার বারহাট্টায় বিক্ষোভ মিছিল করেছে দলটি।

উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল এ কর্মসূচি পালিত হয়। সকাল থেকেই উপজেলা ও আশপাশের এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা বারহাট্টা মডেল মোড়ের দলীয় কার্যালয়ে জড়ো হয়।

‘ষড়যন্ত্র হয়নি শেষ—সজাগ থাকো বাংলাদেশ’—এমন শ্লোগানে মিছিলটি বারহাট্টা মডেল মোড় থেকে শুরু হয়ে সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে গোপালপুর বাজারে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তাক আহমেদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল। 

সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমানকে ঘিরে নানামুখী ষড়যন্ত্র চলছে। তাকে নিয়ে কটূক্তি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

বক্তারা বলেন, যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের পরিণতি ভালো হবে না। দেশের সুন্দর পরিবেশকে অশান্ত না করে গণতান্ত্রিক ধারায় দেশকে এগিয়ে নিতে কটূক্তিকারীদের প্রতি আহ্বান জানান তারা।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০