কমলগঞ্জে ময়ুর মিয়া হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন: আলামতসহ মূল আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১১:১৬

ঢাকা, ১৭ জুলাই, ২০২৫( বাসস): মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় বড়চেগ এলাকার ময়ুর মিয়া(৬০) হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করেছে জেলা পুলিশ। 

এ ঘটনায় জড়িত মূল আসামি রিপন দেবনাথকে (৪০) গ্রেফতার করা হয়েছে।

তার স্বীকারোক্তির ভিত্তিতে হত্যায় ব্যবহৃত ধারালো চাকু, নিহতের মোবাইল ফোনের ভাঙা অংশ ও সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

মৌলভীবাজার জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার রাতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আসামি রিপন দেবনাথের সঙ্গে ভিকটিম ময়ুর মিয়ার সুদের টাকার লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সুদের টাকা পরিশোধ করলেও টাকা লেনদেনের চুক্তিনামা বা স্ট্যাম্প ফেরত না দেওয়ায় রিপন ক্ষিপ্ত ছিল।

ঘটনার দিন রাতে দেওরাছড়া বাগান থেকে দুজন একসাথে বাড়ি ফেরার সময় রিপন ময়ুর মিয়ার কাছ থেকে সেই স্ট্যাম্প ফেরত চান। স্ট্যাম্প ফেরত না দেওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির একপর্যায়ে রিপন ময়ুর মিয়াকে বাবনবিল ছড়ার ধারে নিয়ে যায়। সেখানে প্রথমে কিল-ঘুষি মেরে শ্বাসরোধ করে হত্যা করে এবং মৃত্যু নিশ্চিত করতে ধারালো চাকু দিয়ে তিনবার আঘাত করে পালিয়ে যায়।

এরপর চাকু রিপন দেবনাথ তার প্রতিবেশী নিবাস সাওতালের বাড়ির টয়লেটের ভেতর ফেলে দেয় এবং ভিকটিমের ব্যবহৃত মোবাইল ও সিম কার্ড ভেঙে হামিদিয়া বাগানে ফেলে দেয়।

উল্লেখ্য, ১১ জুলাই রাতে দেওরাছড়া চা বাগানের বাবনবিল ছড়ায় স্থানীয়রা একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

পরে নিহতের মেয়ে হালিমা বেগম কমলগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

তথ্য প্রযুক্তি ও গোপন সূত্রের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে কমলগঞ্জ মুন্সিবাজার এলাকা থেকে রিপন দেবনাথকে গ্রেফতার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামের আনোয়ারায় পুকুরঘাটে পুঁতে রাখা অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১
হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল সেট মালিকদের বুঝিয়ে দিয়েছে পুলিশ
নগর উন্নয়নে কাজ করা ব্যক্তি-প্রতিষ্ঠানকে পদক দেবে ডিএনসিসি
পিরোজপুরে সাত দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু
বাংলাদেশ ব্যাংকের টেকসই রেটিং পেল ১০ ব্যাংক, ২ আর্থিক প্রতিষ্ঠান
কুমিল্লায় ২৪-এর শহীদদের স্মরণে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বার্সেলোনায় টার স্টেগানের ভবিষ্যত নিয়ে শঙ্কা
শব্দ দূষণ করায় ফেনীতে ৪ পরিবহন চালককে জরিমানা
জবিতে ‘জুলাই বিপ্লব ও বৈষম্যহীন বাংলাদেশ’ সেমিনার অনুষ্ঠিত
‘জুলাই প্রাইভেট ইউনিভার্সিটি রেজিসটেন্স ডে’ উপলক্ষে চলচ্চিত্র প্রদর্শনী, গান ও ড্রোন শো
১০