জাবিতে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘থার্মোকল’-এর যাত্রা শুরু

বাসস
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১২:৫৯
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন সাংস্কৃতিক সংগঠন ‘থার্মোকল’ এর সদস্যরা ছবি : বাসস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৭ জুলাই, ২০২৫ (বাসস) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)-তে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘থার্মোকল’ গঠন করা হয়েছে। সংগঠনটি শিক্ষার্থীদের মধ্যে চলচ্চিত্র ও ভিজ্যুয়াল স্টোরি টেলিং-এর প্রতি আগ্রহ ও দক্ষতা বাড়াতে কাজ করবে।

বুধবার রাতে জাবি সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘থার্মোকল’-এর আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়। সেখানে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী এবং সংগঠনটির মুখপাত্র ঐশ্বর্য বাগচী সংগঠনটির লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরেন।

এতে আহ্বায়ক হয়েছেন বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী নাবিল মোস্তফা এবং মুখপাত্র হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী ঐশ্বর্য বাগচী।

সংগঠনটির কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন মানজুর আল হাসান, সুলতান মাহমুদ রাজ, মারুফ হোসেন, আবিদা আক্তার তিশা ও নাজমুস সাকিব।

এছাড়া কাউন্সিলর বোর্ডে রয়েছেন রাইদ হাসান, তাশফিয়া রশিদ ও খন্দকার ইফতেখার আহমেদ।

এছাড়া, সংগঠনটির উপদেষ্টা পরিষদে রয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলাম, প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমান ও জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে লুট করা আড়াই লাখ ঘনফুট পাথর জব্দ
ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ভেলোসিটি ১৫কে রান এডিশন ১'
রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল শুরু
উৎসবমুখর পরিবেশে সিলেটে জন্মাষ্টমী উৎসব পালিত
রাঙ্গামাটিতে জেএফএ অনূর্ধ্ব-১৪ উইমেন্স ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুরু
ফ্যাসিবাদী কাঠামো এখনো ভাঙেনি: শিবির সভাপতি
ট্রাম্প-পুতিন বৈঠকে ভালো কিছুই দেখছে না ইউক্রেনীয়রা
লুটপাটকারীরা পাথর চুরি করে পর্যটন শিল্প ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত: এহসানুল মাহবুব
সিরাজদিখানে বাস্তবায়িত হবে এসেনসিয়াল ড্রাগসের ফার্মাসিউটিক্যালস, ভ্যাকসিন ও এন্টিভেনম প্ল্যান্ট
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ
১০