জাবিতে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘থার্মোকল’-এর যাত্রা শুরু

বাসস
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১২:৫৯
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন সাংস্কৃতিক সংগঠন ‘থার্মোকল’ এর সদস্যরা ছবি : বাসস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৭ জুলাই, ২০২৫ (বাসস) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)-তে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘থার্মোকল’ গঠন করা হয়েছে। সংগঠনটি শিক্ষার্থীদের মধ্যে চলচ্চিত্র ও ভিজ্যুয়াল স্টোরি টেলিং-এর প্রতি আগ্রহ ও দক্ষতা বাড়াতে কাজ করবে।

বুধবার রাতে জাবি সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘থার্মোকল’-এর আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়। সেখানে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী এবং সংগঠনটির মুখপাত্র ঐশ্বর্য বাগচী সংগঠনটির লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরেন।

এতে আহ্বায়ক হয়েছেন বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী নাবিল মোস্তফা এবং মুখপাত্র হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী ঐশ্বর্য বাগচী।

সংগঠনটির কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন মানজুর আল হাসান, সুলতান মাহমুদ রাজ, মারুফ হোসেন, আবিদা আক্তার তিশা ও নাজমুস সাকিব।

এছাড়া কাউন্সিলর বোর্ডে রয়েছেন রাইদ হাসান, তাশফিয়া রশিদ ও খন্দকার ইফতেখার আহমেদ।

এছাড়া, সংগঠনটির উপদেষ্টা পরিষদে রয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলাম, প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমান ও জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিশর গাজার ভবিষ্যৎ নিয়ে ফিলিস্তিনি সম্মেলন আয়োজন করবে : হামাস
চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
পিরোজপুরে জেলা বিএনপি নেতাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
মিউনিখ বিমানবন্দর ফের চালু
কর্ণফুলী টানেলে বাস উল্টে আহত ৪
গাজা যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতে আলোচনায় বসতে প্রস্তুত হামাস
কুমিল্লা ইপিজেডে বিনিয়োগ বাড়াতে আগ্রহী বিদেশিরা, প্রয়োজন আরো প্লট   
কর্মী সংকটে মাদারীপুরে ৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত আইএইচটি
ট্রাম্পের আহ্বানেও থামছে না গাজায় ইসরাইলি হামলা
মরক্কোতে টানা সপ্তম দিনের মতো বিক্ষোভ করছে জেন জি 
১০