কুমিল্লায় ২৪-এর শহীদদের স্মরণে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বাসস
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৭:৫৫
শহীদদের স্মরণে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ছবি : বাসস

কুমিল্লা, ১৭জুলাই, ২০২৫ (বাসস) : ‘২৪-এর শহীদ দিবস’ উপলক্ষে জেলার বুড়িচং উপজেলায় আজ অনুষ্ঠিত হয়েছে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুড়িচংয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়ালে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শহীদদের স্মরণে শিক্ষার্থীরা দেয়ালে ফুটিয়ে তোলেন দেশের প্রতি ভালোবাসা, আত্মত্যাগ ও বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাবোধ। নানা রঙে আঁকা চিত্রকর্মগুলোতে উঠে আসে মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতীয় চেতনা এবং ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করার বার্তা।

প্রতিযোগিতা পরিদর্শন ও শিক্ষার্থীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের পরিচালক প্রকৌশলী মো. হারুনুর রশিদ সরকার, বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান, উপজেলা শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী  খোরশেদ আলম, আপ্যায়ন সম্পাদক মো. ফয়েজ প্রমুখ। 

এ প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন, বুড়িচং কালীনারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অর্জন করেন রামপুর উচ্চ বিদ্যালয়। 

উচ্চ মাধ্যমিক পর্যায় প্রথম স্থান অর্জন কওে, নিমসার জুনাব আলী কলেজ, দ্বিতীয় বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজ। 
অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন।
আয়োজকরা বলেন, “শহীদদের স্মরণে এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম ও ইতিহাস সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০