পিরোজপুরে সাত দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

বাসস
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৭:৫৮
সাত দিনব্যাপী বৃক্ষ মেলা । ছবি : বাসস

পিরোজপুর, ১৭ জুলাই ২০২৫ (বাসস): ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ স্লোগান সামনে রেখে জেলায় সাত দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় স্থানীয় টাউন ক্লাব মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খান।

বিভাগীয় বন কর্মকর্তা মো. শাহীন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ আব্দুল আউয়াল, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ। প্রধান আলোচক ছিলেন পিরোজপুর কৃষি অধিদপ্তরের উপপরিচালক মো. রেজাউল হাসান। উপস্থাপনা করেন সহকারী কমিশনার মো. জাকির হোসেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ডিসি মো.আশরাফুল আলম খান বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয়। গাছ না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমরা যত বেশি গাছ লাগাব তত বেশি পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।

তিনি অনুষ্ঠানে আগত সবাইকে একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

এবারের মেলায় মোট ২০টি স্টল অংশগ্রহণ করেছে। অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন ও শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন ধরনের ফলজ গাছ বিতরণ করেন।

 

Copyright © • BSS DASHBOARD • All Rights Res

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০