পিরোজপুর, ১৭ জুলাই ২০২৫ (বাসস): ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ স্লোগান সামনে রেখে জেলায় সাত দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় স্থানীয় টাউন ক্লাব মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খান।
বিভাগীয় বন কর্মকর্তা মো. শাহীন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ আব্দুল আউয়াল, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ। প্রধান আলোচক ছিলেন পিরোজপুর কৃষি অধিদপ্তরের উপপরিচালক মো. রেজাউল হাসান। উপস্থাপনা করেন সহকারী কমিশনার মো. জাকির হোসেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ডিসি মো.আশরাফুল আলম খান বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয়। গাছ না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমরা যত বেশি গাছ লাগাব তত বেশি পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।
তিনি অনুষ্ঠানে আগত সবাইকে একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।
এবারের মেলায় মোট ২০টি স্টল অংশগ্রহণ করেছে। অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন ও শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন ধরনের ফলজ গাছ বিতরণ করেন।
Copyright © • BSS DASHBOARD • All Rights Res