চট্টগ্রামের আনোয়ারায় পুকুরঘাটে পুঁতে রাখা অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

বাসস
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৮:০৫

চট্টগ্রাম, ১৭ জুলাই, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অভিযান চালিয়ে পুকুরঘাটে পুঁতে রাখা দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, অস্ত্র তৈরির যন্ত্রাংশ ও বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ। অভিযানে আব্দুল মজিদ (৪২) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোরে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অভিযানটি চালানো হয়। 
গ্রেফতারকৃত মজিদ ওই এলাকার মৃত হাজী মুসলিম আহমদ চৌধুরীর ছেলে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে পুলিশের একটি দল আব্দুল মজিদের বাড়িতে অভিযান চালায়। এ সময় বসতঘরের পাশের পুকুরঘাটের মাটি খুঁড়ে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, একটি কাঠের বাটযুক্ত দেশি তৈরি এলজি, ৮ রাউন্ড কার্তুজ, অস্ত্র তৈরির ১১টি যন্ত্রাংশ, একটি স্টিলের বক্স, একটি স্মার্টফোন ও নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত মজিদের ব্যবহৃত স্মার্টফোন থেকে বিভিন্ন মডেলের দেশি-বিদেশি অস্ত্রের ছবি ও ভিডিও পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মজিদ জানায়, দীর্ঘদিন ধরে সে অজ্ঞাত সহযোগীদের সহায়তায় অবৈধ অস্ত্রের কেনাবেচায় জড়িত ছিল।

চট্টগ্রাম জেলা পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত জেলার ১৭টি থানায় অভিযান চালিয়ে ৬৯টি আগ্নেয়াস্ত্র, ২০০ রাউন্ড গুলি ও কার্তুজ ও ২৩০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্র আইনে ৫২টি মামলায় গ্রেফতার করা হয়েছে ৭০ জনকে।

জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভোলা উপকূলের মৎস্য অভয়ারণ্যে নদী প্রহরায় নিয়োজিত ৪ বাহিনী
চাঁদপুরে আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২
ছোট দ্বীপ রাষ্ট্রগুলোর সঙ্গে সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত বাংলাদেশের
দিনাজপুরের বউ মেলায় তরুণ-তরুণীরা খোঁজেন জীবনসঙ্গী 
সুষ্ঠু নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে বিভ্রান্ত হবে না জনগণ: রুহুল কবির রিজভী
মাছ ধরায় নিষেধাজ্ঞাকালীন মৎস্যজীবীদের জন্য বরাদ্দ ৭৩.৪০ মে:টন চাল
ভেনিজুয়েলার উপকূলে মাদক বহনের নৌকায় মার্কিন বাহিনীর আক্রমণে নিহত ৪
ট্রাম্পের এইচ-১বি ভিসা ফি বৃদ্ধির আদেশের বিরুদ্ধে মামলা
মেহেরপুরের আমঝুপি নীলকুঠি: বাংলার শোষণ আর সংগ্রামের ঐতিহাসিক নিদর্শন
১০