চট্টগ্রামের আনোয়ারায় পুকুরঘাটে পুঁতে রাখা অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

বাসস
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৮:০৫

চট্টগ্রাম, ১৭ জুলাই, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অভিযান চালিয়ে পুকুরঘাটে পুঁতে রাখা দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, অস্ত্র তৈরির যন্ত্রাংশ ও বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ। অভিযানে আব্দুল মজিদ (৪২) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোরে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অভিযানটি চালানো হয়। 
গ্রেফতারকৃত মজিদ ওই এলাকার মৃত হাজী মুসলিম আহমদ চৌধুরীর ছেলে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে পুলিশের একটি দল আব্দুল মজিদের বাড়িতে অভিযান চালায়। এ সময় বসতঘরের পাশের পুকুরঘাটের মাটি খুঁড়ে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, একটি কাঠের বাটযুক্ত দেশি তৈরি এলজি, ৮ রাউন্ড কার্তুজ, অস্ত্র তৈরির ১১টি যন্ত্রাংশ, একটি স্টিলের বক্স, একটি স্মার্টফোন ও নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত মজিদের ব্যবহৃত স্মার্টফোন থেকে বিভিন্ন মডেলের দেশি-বিদেশি অস্ত্রের ছবি ও ভিডিও পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মজিদ জানায়, দীর্ঘদিন ধরে সে অজ্ঞাত সহযোগীদের সহায়তায় অবৈধ অস্ত্রের কেনাবেচায় জড়িত ছিল।

চট্টগ্রাম জেলা পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত জেলার ১৭টি থানায় অভিযান চালিয়ে ৬৯টি আগ্নেয়াস্ত্র, ২০০ রাউন্ড গুলি ও কার্তুজ ও ২৩০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্র আইনে ৫২টি মামলায় গ্রেফতার করা হয়েছে ৭০ জনকে।

জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মতিঝিল সেনা কল্যাণ ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
সৎ মানুষকে দলে অন্তর্ভুক্ত করতে হবে : রুহুল কবির রিজভী
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথমবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির বিভিন্ন হলে কর্মসূচি পালন
সবার সম্মিলিত প্রচেষ্টার ফল এই জুলাই বিপ্লব : জান্নাত তাবাসসুম
জামায়াতের সমাবেশ শনিবার 
স্টারলিংক-এর ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে স্পেসএক্স  প্রতিনিধিদল ঢাকায় আসছে আজ
বান্দরবানে মাইন বিস্ফোরণে আহত ৬ জনকে বিজিবির সহায়তা
‘জুলাই শহীদ স্মরণে’ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ ও আলোচনা সভা
ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা : জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও দৃশ্যমান
ভূটানকে ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ
১০