চাঁদপুরে অননুমোদিত শিশু খাদ্য তৈরির অভিযোগে কারখানা মালিককে জরিমানা

বাসস
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৮:৫৯
অননুমোদিত শিশু খাদ্য তৈরির অভিযোগে জরিমানা। ছবি : বাসস

চাঁদপুর, ১৭ জুলাই, ২০২৫ (বাসস) : ভোক্তা অধিকার লঙ্ঘন করে শিশু খাদ্য তৈরির অপরাধে মারিয়া ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে আজ দুপুরে সদরের দক্ষিণ গুনরাজাদি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় ।

আব্দুল্লাহ আল ইমরান বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য জেলা কার্যালয় এবং যৌথ বাহিনীর সমন্বয়ে জেলা সদরের দক্ষিণ গুনরাজদি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মারিয়া ফুড প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠান বিভিন্ন নাম ঠিকানা ব্যবহার করে, ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য তৈরি করছিল। এ অপরাধে প্রতিষ্ঠানের মালিক মো. মহসিনের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

তিনি জানান, অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবে বলে অঙ্গীকার করে। এ সময় ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ধ্বংস করা হয় এবং ভুয়া নাম ঠিকানা সম্বলিত প্যাকেট পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।  

অভিযানকালে নিরাপদ খাদ্য বিভাগের জেলা কর্মকর্তা আরিফুল হাসান উপস্থিত ছিলেন। যৌথ বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেপালের পার্লামেন্ট ভবনে বিক্ষোভকারীদের আগুন
রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত যুক্তরাষ্ট : মার্কিন অর্থমন্ত্রী 
কালো টাকা সাদা করতে জালিয়াতি : এস আলমের দুই ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে দুককের মামলা
 মাগুরায় রূপালী ব্যাংকের তারুণ্যের উৎসব 
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২৪
মাগুরায় ভেজাল শিশুখাদ্য বিক্রির দায়ে জরিমানা
চিকিৎসা, শিক্ষা ও ব্যবসায় অনিয়মের অভিযোগে বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে নেপালে বিক্ষোভে কমপক্ষে ১৯ জন নিহত
বিএফআইইউ প্রধান শাহীনুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
সরকার সার ও ফসফরিক অ্যাসিড আমদানি করবে 
১০