চাঁদপুরে অননুমোদিত শিশু খাদ্য তৈরির অভিযোগে কারখানা মালিককে জরিমানা

বাসস
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৮:৫৯
অননুমোদিত শিশু খাদ্য তৈরির অভিযোগে জরিমানা। ছবি : বাসস

চাঁদপুর, ১৭ জুলাই, ২০২৫ (বাসস) : ভোক্তা অধিকার লঙ্ঘন করে শিশু খাদ্য তৈরির অপরাধে মারিয়া ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে আজ দুপুরে সদরের দক্ষিণ গুনরাজাদি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় ।

আব্দুল্লাহ আল ইমরান বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য জেলা কার্যালয় এবং যৌথ বাহিনীর সমন্বয়ে জেলা সদরের দক্ষিণ গুনরাজদি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মারিয়া ফুড প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠান বিভিন্ন নাম ঠিকানা ব্যবহার করে, ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য তৈরি করছিল। এ অপরাধে প্রতিষ্ঠানের মালিক মো. মহসিনের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

তিনি জানান, অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবে বলে অঙ্গীকার করে। এ সময় ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ধ্বংস করা হয় এবং ভুয়া নাম ঠিকানা সম্বলিত প্যাকেট পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।  

অভিযানকালে নিরাপদ খাদ্য বিভাগের জেলা কর্মকর্তা আরিফুল হাসান উপস্থিত ছিলেন। যৌথ বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০