সকলকে সঙ্গে নিয়ে চলার মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি : ঢাবি উপাচার্য

বাসস
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৯:০৪
ছবি : বাসস

ঢাকা, ১৭ জুলাই, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, সকলকে সঙ্গে নিয়ে চলার মধ্যেই আমাদের শক্তি। সমাজের কৃষক, শ্রমিক, বিদ্যালয়, মহাবিদ্যালয়, মাদ্রাসা, মন্দির, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সকলের সঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে চলতে চাই।

উপাচার্য বলেন, শিক্ষার্থীদের মনে রাখতে হবে আমাদের শক্তি রাস্তায় উল্টোপথে গাড়ি চালানো নয়, হম্বিতম্বি দেখানো বা মারামারি করার মধ্যেও নয়। আজ  ‌‘প্রপঞ্চ ‘জুলাই’: দেখা না দেখা পেরিয়ে’ শীর্ষক অনুষ্ঠানমালা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ বৃহস্পতিবার ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

সমাজবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন অধ্যাপক ড. ফাতেমা রেজিনা ইকবালের সভাপতিত্বে সেমিনারে বিভাগের অধ্যাপক সালমা আক্তার এবং অধ্যাপক ড. সামিনা লুৎফা প্রবন্ধ উপস্থাপন করেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান আলোচনায় অংশ নেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, আজকের নতুন বাংলাদেশ পাওয়ার পেছনে অনেক মানুষের অবদান রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকলে সমাজের সবাই এগিয়ে আসেন। তাই সমাজের পাশেও আমাদের দাঁড়াতে হবে। মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা খুব জরুরি। জুলাই যোদ্ধাদের ঋণ আমরা পুরোপুরি শোধ করতে পারবো না। তারপরও কিছুটা দায় শোধ করতে এবং তাঁদের প্রতি সম্মান জানাতে বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিকভাবে বেশকিছু অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।

শিক্ষক-শিক্ষার্থীদের আন্তঃসম্পর্ক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আনুষ্ঠানিকতার বাইরেও বিভিন্ন প্লাটফর্মে এধরনের উদ্যোগগুলো টিকিয়ে রাখতে হবে। 

দুটি গ্রুপে প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। পরে, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভোলা উপকূলের মৎস্য অভয়ারণ্যে নদী প্রহরায় নিয়োজিত ৪ বাহিনী
চাঁদপুরে আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২
ছোট দ্বীপ রাষ্ট্রগুলোর সঙ্গে সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত বাংলাদেশের
দিনাজপুরের বউ মেলায় তরুণ-তরুণীরা খোঁজেন জীবনসঙ্গী 
সুষ্ঠু নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে বিভ্রান্ত হবে না জনগণ: রুহুল কবির রিজভী
মাছ ধরায় নিষেধাজ্ঞাকালীন মৎস্যজীবীদের জন্য বরাদ্দ ৭৩.৪০ মে:টন চাল
ভেনিজুয়েলার উপকূলে মাদক বহনের নৌকায় মার্কিন বাহিনীর আক্রমণে নিহত ৪
ট্রাম্পের এইচ-১বি ভিসা ফি বৃদ্ধির আদেশের বিরুদ্ধে মামলা
মেহেরপুরের আমঝুপি নীলকুঠি: বাংলার শোষণ আর সংগ্রামের ঐতিহাসিক নিদর্শন
১০