হরিনের মাংসসহ দুই পাচারকারী আটক

বাসস
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৯:৫০

বাগেরহাট, ১৭ জুলাই, ২০২৫ (বাসস) : পূর্ব সুন্দরবন বনবিভাগের অভিযানে ঢাকাগামী একটি বাস থেকে প্রায় ১০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। এ সময় হরিণের মাংস পাচারের অভিযোগে দুইজনকে আটক করেছে বনবিভাগ।

আজ বৃহস্পতিবার সকালে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাবুরহাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

তল্লাশির সময় বাসটির সাইড বাক্স থেকে একটি ককশিটের বাক্সে থাকা দুইটি পলিথিনে মোড়ানো আনুমানিক ১০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।


আটকরা হলেন, বাসের কন্ডাকটর বাগেরহাটের কচুয়া থানার আ. ছালাম (৪০) ও বাসের হেল্পার মোরেলগঞ্জ থানার মোঃ জাকারিয়া (২৫)।

জানা গেছে, পিরোজপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী রাজীব পরিবহনে তল্লাশি চালিয়ে ১০ কেজি হরিনের মাংসসহ দুজনকে আটক করেছে বন বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে ৭ টায় জ্ঞানপাড়া বিশেষ টহল ফাঁড়ির  ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান ফরেস্টারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বাবুরহাট বাজারে ওই বাসে তল্লাশি চালানো হয়। 

বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, হরিণের মাংসের প্রেরক ও প্রাপককেও আমরা ছাড় দেব না। মামলা প্রক্রিয়াধীন। আটকদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মতিঝিল সেনা কল্যাণ ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
সৎ মানুষকে দলে অন্তর্ভুক্ত করতে হবে : রুহুল কবির রিজভী
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথমবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির বিভিন্ন হলে কর্মসূচি পালন
সবার সম্মিলিত প্রচেষ্টার ফল এই জুলাই বিপ্লব : জান্নাত তাবাসসুম
জামায়াতের সমাবেশ শনিবার 
স্টারলিংক-এর ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে স্পেসএক্স  প্রতিনিধিদল ঢাকায় আসছে আজ
বান্দরবানে মাইন বিস্ফোরণে আহত ৬ জনকে বিজিবির সহায়তা
‘জুলাই শহীদ স্মরণে’ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ ও আলোচনা সভা
ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা : জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও দৃশ্যমান
ভূটানকে ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ
১০