ফেনী, ১৭ জুলাই ২০২৫ (বাসস) : গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।
আজ বৃহস্পতিবার বিকেলে শহরের কেন্দ্রীয় বড় মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে সেটি ট্রাংক রোড, শহীদ শহীদুল্লা কায়সার সড়ক প্রদক্ষিণ করে পুরাতন পুলিশ কোয়ার্টার রাস্তার মাথায় গিয়ে শেষ হয়।
দলটির জেলা আমির মুফতি আবদুল হান্নান মিছিলের নেতৃত্ব দেন। এসময় অন্যদের মধ্যে নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, শহর আমির নজরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের শহর সভাপতি ওমর ফারুক প্রমুখ অংশ নেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মুফতি আবদুল হান্নান বলেন, গোপালগঞ্জে জুলাই বিপ্লবের নায়কদের উপর ছাত্রলীগের গুণ্ডাবাহিনী তাণ্ডব চালিয়েছে। অনতিবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে। একইসঙ্গে শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। সীমান্তের ওপার থেকে যারা আস্ফালন দেখাচ্ছে তাদের ধরে এনে আয়না ঘরে রেখে বিচারের মুখোমুখি করুন।
৭ দফা দাবি আদায়ে ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।