কক্সবাজার, ১৭ জুলাই ২০২৫ (বাসস): জেলা কারাগারে বিভিন্ন প্রজাতির ২০০টি গাছের চারা লাগানো হয়েছে। ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ জেলা কারাগারে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
কক্সবাজার শহরের কলাতলী এলাকায় জেলা কারাগারে আজ বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা কারাগারের জেল সুপার জাভেদ মেহেদি। এই কর্মসূচির আওতায় কারাগার চত্বরে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির ২০০টি বৃক্ষ রোপণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলার আবু মুছা ও ডেপুটি জেলার তরিকুল ইসলাম।
জেল সুপার জাভেদ মেহেদি বলেন, দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। কারাগারের সমস্ত কর্মকর্তা-কর্মচারী পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।’