গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ 

বাসস
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ২০:৪৩
ছবি : বাসস

রাজশাহী, ১৭ জুলাই, ২০২৫ (বাসস) : গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মহানগরীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর সাহেব বাজার এলাকা থেকে রাজশাহী মহানগর জামায়াত ইসলামী এ বিক্ষোভ কর্মসূচি পালন করে। প্রথমে বড় মসজিদের সামনে জামায়াতের হাজার-হাজার নেতাকর্মী জড়ো হয়। এরপর একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জিরো পয়েন্ট থেকে শুরু করে মনিচত্বর দিয়ে সোনাদিঘীর মোড় প্রদক্ষিণ শেষে গণকপাড়া হয়ে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা আওয়ামী বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। 

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর জামায়াতের আমীর ড. মাওলানা কেরামত আলী, নায়েবে আমীর আবু মোহাম্মদ সেলিম, রাজশাহী মহানগর সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল, সহাকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুব আহসান বুলবুল ও সাংগঠনিক সম্পাদক জসিম সরকার। 

বক্তারা এনসিপি নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান। যাতে ভবিষ্যতে দলীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আস্ফালন দেখানোর সুযোগ না পায়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০