গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ 

বাসস
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ২০:৪৩
ছবি : বাসস

রাজশাহী, ১৭ জুলাই, ২০২৫ (বাসস) : গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মহানগরীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর সাহেব বাজার এলাকা থেকে রাজশাহী মহানগর জামায়াত ইসলামী এ বিক্ষোভ কর্মসূচি পালন করে। প্রথমে বড় মসজিদের সামনে জামায়াতের হাজার-হাজার নেতাকর্মী জড়ো হয়। এরপর একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জিরো পয়েন্ট থেকে শুরু করে মনিচত্বর দিয়ে সোনাদিঘীর মোড় প্রদক্ষিণ শেষে গণকপাড়া হয়ে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা আওয়ামী বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। 

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর জামায়াতের আমীর ড. মাওলানা কেরামত আলী, নায়েবে আমীর আবু মোহাম্মদ সেলিম, রাজশাহী মহানগর সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল, সহাকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুব আহসান বুলবুল ও সাংগঠনিক সম্পাদক জসিম সরকার। 

বক্তারা এনসিপি নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান। যাতে ভবিষ্যতে দলীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আস্ফালন দেখানোর সুযোগ না পায়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আইএলও মহাপরিচালকের সাথে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার বৈঠক
ভূমিকম্পে ক্ষয়ক্ষতির প্রাথমিক প্রতিবেদন
কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ‘এ’ দল
চট্টগ্রামে সাবেক এমপি মহিউদ্দিন বাচ্চুর সহযোগী আবু বক্কর গ্রেপ্তার
ভূমিকম্পে আহতদের চিকিৎসায় বিএমইউতে জরুরি প্রস্তুতি
ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
নাটোর চিনিকলের আখ মাড়াই কার্যক্রম শুরু  
তেল-গ্যাস অনুসন্ধানে অফশোর ড্রিলিং ব্যাপক সম্প্রসারণের পরিকল্পনা ট্রাম্পের
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
১০