গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ 

বাসস
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ২০:৪৩
ছবি : বাসস

রাজশাহী, ১৭ জুলাই, ২০২৫ (বাসস) : গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মহানগরীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর সাহেব বাজার এলাকা থেকে রাজশাহী মহানগর জামায়াত ইসলামী এ বিক্ষোভ কর্মসূচি পালন করে। প্রথমে বড় মসজিদের সামনে জামায়াতের হাজার-হাজার নেতাকর্মী জড়ো হয়। এরপর একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জিরো পয়েন্ট থেকে শুরু করে মনিচত্বর দিয়ে সোনাদিঘীর মোড় প্রদক্ষিণ শেষে গণকপাড়া হয়ে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা আওয়ামী বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। 

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর জামায়াতের আমীর ড. মাওলানা কেরামত আলী, নায়েবে আমীর আবু মোহাম্মদ সেলিম, রাজশাহী মহানগর সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল, সহাকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুব আহসান বুলবুল ও সাংগঠনিক সম্পাদক জসিম সরকার। 

বক্তারা এনসিপি নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান। যাতে ভবিষ্যতে দলীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আস্ফালন দেখানোর সুযোগ না পায়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্বল আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করছে ভারত
সন্দ্বীপের হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া চলতি মাসেই শেষ করতে চায় ইসি
ভ্যানচালক মোস্তফা শেখের দায়িত্ব নিলেন তারেক রহমান
‎সাদা সোনাখ্যাত বাগদা চিংড়ি উৎপাদনে বাগেরহাট দ্বিতীয়
রংপুরে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার
দিনাজপুরে কৃষকদের ইঁদুর নিধন বিষয়ক প্রশিক্ষণ
রাশিয়ার হামলায় ইউক্রেনে ২০ জন নিহত : জেলেনস্কি
ইথিওপিয়ায় আফ্রিকার বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প চালুর প্রস্তুতি
পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত
১০