নীলফামারী, ১৭ জুলাই, ২০২৫ (বাসস) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে উসকানিমূলক অপপ্রচার এবং পুরান ঢাকার মিডফোর্ডসহ দেশের সকল হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবদল।
বৃহস্পতিবার দুপুরে শহরের পৌর বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে ফিরে সমাবেশে মিলিত হয়।
এসময় জেলা যুবদলের সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেলের সভাপতিত্বে বক্তৃতা দেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক প্রধান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন চৌধুরী, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদ রেজাউদ্দৌলা প্রমুখ।
সমাবেশে সাইফুল্লাহ রুবেল বলেন, ‘গণতন্ত্রের জন্য এখন অপরিহার্য হয়ে উঠেছে নির্বাচন। আগামীর স্বপ্ন বাস্তবায়নে আমরা ভোট চাই। অবিলম্বে নির্বাচন দিয়ে দেশের মানুষকে বাঁচান।’
এর আগে দলীয় কার্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় চত্বরে সমাবেশে মিলিত হয়। কর্মসূচিতে যুবদলের জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।