তারেক রহমানের বিরুদ্ধে কারো ষড়যন্ত্রই সফল হবে না : আব্দুল হালিম

বাসস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১০:৩১ আপডেট: : ১৮ জুলাই ২০২৫, ১১:২০
ছবি : বাসস

জামালপুর, ১৮ জুলাই ২০২৫ (বাসস): বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এএসএম আব্দুল হালিম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কারো ষড়যন্ত্রই সফল হবে না।

তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বক্তব্যের প্রতিবাদে জেলার ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। মহলগিরি ঈদগাহ মাঠে বৃহস্পতিবার অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএসএম আব্দুল হালিম।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শে গড়া বিএনপি বহু আগে থেকেই বাংলাদেশে সর্ববৃহৎ ও সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। এই দলের বিরুদ্ধে ফ্যাসিবাদীরা বহু নির্যাতন ও ষড়যন্ত্র করেও রেহাই পায়নি।

সাবেক এই মন্ত্রিপরিষদ সচিব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারুণ্যের অহংকার তারেক রহমান অত্যন্ত সুযোগ্য ও পরিপক্ক একজন বিচক্ষণ রাজনৈতিক নেতা। তিনি তার বাবার মতোই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেড়িয়েছেন মা, মাটি ও মানুষকে আপন করতে। এখন তিনি বিএনপিসহ দেশের গণতন্ত্রকামী সকল মানুষের মনে ভালোবাসার জায়গা করে নিয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের এই সদস্য বলেন, দেশের মানুষ আজ গণতন্ত্রের মুক্তির জন্য সকল নির্যাতন ও অন্যায়-অবিচার উপেক্ষা করে তারেক রহমানের আশায় তাকিয়ে আছে। তাঁর বিরুদ্ধে কারো ষড়যন্ত্রই সফল হবে না। তিনি খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন, ফিরবেন বীরের বেশে।

সভায় সভাপতিত্ব করেন ইসলামপুর গোয়ালেরচর ইউনিয়ন যুবদল নেতা মো. বেলাল হোসেন এবং সঞ্চালনায় ছিলেন মনির খান।

বিক্ষোভ সমাবেশে ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক কমিটি গঠন
দুর্বল আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করছে ভারত
সন্দ্বীপের হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া চলতি মাসেই শেষ করতে চায় ইসি
ভ্যানচালক মোস্তফা শেখের দায়িত্ব নিলেন তারেক রহমান
‎সাদা সোনাখ্যাত বাগদা চিংড়ি উৎপাদনে বাগেরহাট দ্বিতীয়
রংপুরে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার
দিনাজপুরে কৃষকদের ইঁদুর নিধন বিষয়ক প্রশিক্ষণ
রাশিয়ার হামলায় ইউক্রেনে ২০ জন নিহত : জেলেনস্কি
ইথিওপিয়ায় আফ্রিকার বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প চালুর প্রস্তুতি
১০