কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থানের গল্পে রঙ-তুলির ছোঁয়া

বাসস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১২:৫৩
ছবি : বাসস

কুমিল্লা, ১৮ জুলাই ২০২৫ (বাসস) : কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ‘২৪-এর রঙে’ শিরোনামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

জুলাই গণআন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসন এ প্রতিযোগীতার আয়োজন করে। কুমিল্লার ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠসংলগ্ন দেয়ালে আঁকা হয় শহীদদের স্মরণে নানা দৃশ্য, স্লোগান ও প্রতীক।

সরেজমিনে যায়, উপজেলার ৮টি কলেজ ও ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এ আয়োজনে অংশ নেয়। শিক্ষার্থীদের রঙ তুলিতে ফুটে উঠেছে ২০২৪ সালের জুলাই গণআন্দোলনের বিভিন্ন দৃশ্য, প্রতিবাদ, প্রতিরোধ ও আত্মত্যাগের চিত্র। যেগুলো একটি জাতির অধিকার আদায়ের সংগ্রাম স্মরণ করিয়ে দেয়।

প্রতিযোগিতাটি পরিদর্শন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। তিনি শিক্ষার্থীদের সৃষ্টিকর্ম ঘুরে দেখেন এবং তাদের সৃজনশীল কাজের প্রশংসা করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম আজম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

অংশগ্রহণকারী এক শিক্ষার্থী জানান, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা থামিনি। আমাদের রঙে তুলে ধরছি ‘চব্বিশের আন্দোলন’ ও বিজয়ের গল্প। এটা শুধু প্রতিযোগিতা নয়, ইতিহাসকে তুলে ধরার গর্বের সুযোগও।

দেয়ালচিত্র দেখতে পায়ে হেঁটে কিংবা যানবাহন থামিয়ে ভিড় করেছেন অসংখ্য পথচারী। তাদেরই একজন বলেন, এই দেয়ালচিত্রে ইতিহাস যেন জীবন্ত হয়ে উঠেছে। এটা নতুন প্রজন্মের জন্য এক গর্বের বার্তা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল করিম বলেন, এই আয়োজন শুধু শিল্পচর্চা নয়, শিক্ষার্থীদের ইতিহাস ও দেশপ্রেমের সঙ্গে যুক্ত করার এক অসাধারণ উপায়।

ইউএনও মাহমুদা জাহান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘২৪-এর রঙে’ গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আযোজন।  এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস চেতনা, সৃজনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত হয়েছে। বিজয়ীদের জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশে স্টারলিংক চালু, কার্যকর সহায়তা পাওয়ায় প্রশংসা করলেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট
খাগড়াছড়িতে বিএনপি’র মৌন মিছিল ও মিলাদ মাহফিল 
ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে সাহসিকতার সঙ্গে মোকাবিলা করতে হবে : নাহিদ ইসলাম
জুলাই শহীদদের স্মরণে বগুড়ায় বিএনপির শোক মিছিল
জুলাই শহীদের স্মরণে টাঙ্গাইলে বিএনপি'র মৌন মিছিল
সাবেক সংসদ সদস্য মান্নান তালুকদারের ইন্তেকাল
বড় জয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করেছে বাংলাদেশের যুবারা
গণতন্ত্রকে নস্যাৎ করতে ষড়যন্ত্রকারীরা ঘাপটি মেরে রয়েছে: ডা. জাহিদ 
ঝিনাইদহে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত
জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে টাঙ্গাইলে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত
১০