জুলাই শহীদদের স্মরণে ঝিনাইদহে বিএনপি’র মৌন মিছিল

বাসস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১৪:১২
ছবি : বাসস

ঝিনাইদহ, ১৮ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে জেলায় মৌন মিছিল করেছে জেলা বিএনপি।

আজ শুক্রবার বেলা ১১টায় জেলা বিএনপির কার্যালয় থেকে মৌন মিছিল বের হয়।

জেলা বিএনপির সভাপতি এ্যাড. এমএ মজিদের নেতৃত্বে মৌন মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের পোস্ট অফিস মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, এনামুল হক মুকুল, যুগ্ম সম্পাদক এম শাহজাহান, যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি, সাধারণ সম্পাদক তহুরা খাতুন, ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক প্রমুখ।

মিছিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজায় শান্তি ফেরাতে ট্রাম্পের ২০ দফায় কি রয়েছে
মনের মতো ইলিশ না পেয়ে হতাশ ক্রেতা-বিক্রেতারা
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু
রাজবাড়ীতে বালিয়াকান্দি সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী পালিত
ড্রোন আতঙ্কে আবারও বন্ধ জার্মানির মিউনিখ বিমানবন্দর
আয়ারল্যান্ডে ঝড়ে একজনের মৃত্যু
যশোরে বিএনপি নেতা মোহাম্মদ মুসার ইন্তেকাল
বরিশালে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে সংরক্ষণ অভিযান শুরু 
পূজার ছুটি শেষে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু
পটুয়াখালীতে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ ২২ দিন বন্ধ থাকবে
১০