সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৬ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১৪:৪৩
ছবি : বাসস

সিলেট, ১৮ জুলাই, ২০২৫ (বাসস) : সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে ছয় কোটি টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে। 

আজ শুক্রবার ভোররাতে দুই জেলার বিভিন্ন সীমান্তে এই অভিযান পরিচালনা করা হয়।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ব্যাটালিয়নের আওতাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় প্রতাপপুর, দমদমিয়া, শ্রীপুর, বিছনাকান্দি ও সোনালীচেলা বিওপির সদস্যরা চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, স্কিন ব্রাইট ক্রিম, সানগ্লাস, গরু এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে।

এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল গোয়াইনঘাট ও ফতেহপুর এলাকার মাঝামাঝি সারি নদীর পাশে একটি পরিত্যক্ত গোডাউনে অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনীর হরিপুর ক্যাম্পের সদস্যদের সহায়তায় বিপুল পরিমাণ ভারতীয় ফেয়ারনেস ক্রিম, আল্ট্রা ব্রাইট ক্রিম, স্কিন সাইন ক্রিম, বেটনোভেট এন ক্রিম ও জিলেট ব্লেড আটক করে। অভিযানে আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৬ কোটি টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা চলছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাই মালামাল জব্দ করা হয়েছে। এসব মালামালের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজায় শান্তি ফেরাতে ট্রাম্পের ২০ দফায় কি রয়েছে
মনের মতো ইলিশ না পেয়ে হতাশ ক্রেতা-বিক্রেতারা
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু
রাজবাড়ীতে বালিয়াকান্দি সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী পালিত
ড্রোন আতঙ্কে আবারও বন্ধ জার্মানির মিউনিখ বিমানবন্দর
আয়ারল্যান্ডে ঝড়ে একজনের মৃত্যু
যশোরে বিএনপি নেতা মোহাম্মদ মুসার ইন্তেকাল
বরিশালে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে সংরক্ষণ অভিযান শুরু 
পূজার ছুটি শেষে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু
পটুয়াখালীতে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ ২২ দিন বন্ধ থাকবে
১০