নারায়ণগঞ্জের হকার্স মার্কেটে আগুনে ৩০টি দোকান পুড়ে গেছে

বাসস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১৪:৫৫
ছবি : বাসস

নারায়ণগঞ্জ, ১৮ জুলাই, ২০২৫ (বাসস) : নারায়ণগঞ্জের চাষাঢ়া হকার্স মার্কেটে আগুনে ৩০টি দোকান পুড়ে গেছে। এসময় আগুন নেভাতে গিয়ে পাঁচজন আহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে সাত টায় এ  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ঘণ্টাখানেকের চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হকার্স মার্কেটে আগুন জ্বলতে দেখে আশেপাশের স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে আগুন না নিভলে তারা ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করেন। পরে ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শফিক বলেন, আমার জামা কাপড়ের দোকান ছিল। দোকানের জামা-কাপড় পুড়ে ছাই হয়ে গেছে। ছাই ছাড়া  কিছুই নাই দোকানে।

ঘটনাস্থল পরিদর্শনে এসে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খোরশেদ বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন চাষাঢ়ায় হকার্সদের পুনর্বাসনের জন্য ৬৪২ ছোট দোকান নির্মাণ করে দেয়। আগুনে হকার্স মার্কেটের ৩০টি দোকান পুড়ে গেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান বলেন, হকার্স মার্কেটে আগুনের খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায় নি। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত পরবর্তী বলা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক সংসদ সদস্য রোকেয়া আনসারীর দাফন সম্পন্ন
ঢাকা-চট্টগ্রাম পেট্রোলিয়াম পাইপলাইন উদ্বোধন আগামীকাল
খালেদা জিয়ার জন্মদিনে ফেনীতে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২
খুলনায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীতে খালেদা জিয়ার জন্মদিনে যুবদল ও ছাত্রদলের দোয়া মহফিল
মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ
১০