নারায়ণগঞ্জের হকার্স মার্কেটে আগুনে ৩০টি দোকান পুড়ে গেছে

বাসস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১৪:৫৫
ছবি : বাসস

নারায়ণগঞ্জ, ১৮ জুলাই, ২০২৫ (বাসস) : নারায়ণগঞ্জের চাষাঢ়া হকার্স মার্কেটে আগুনে ৩০টি দোকান পুড়ে গেছে। এসময় আগুন নেভাতে গিয়ে পাঁচজন আহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে সাত টায় এ  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ঘণ্টাখানেকের চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হকার্স মার্কেটে আগুন জ্বলতে দেখে আশেপাশের স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে আগুন না নিভলে তারা ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করেন। পরে ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শফিক বলেন, আমার জামা কাপড়ের দোকান ছিল। দোকানের জামা-কাপড় পুড়ে ছাই হয়ে গেছে। ছাই ছাড়া  কিছুই নাই দোকানে।

ঘটনাস্থল পরিদর্শনে এসে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খোরশেদ বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন চাষাঢ়ায় হকার্সদের পুনর্বাসনের জন্য ৬৪২ ছোট দোকান নির্মাণ করে দেয়। আগুনে হকার্স মার্কেটের ৩০টি দোকান পুড়ে গেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান বলেন, হকার্স মার্কেটে আগুনের খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায় নি। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত পরবর্তী বলা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভূমিকম্পে ক্ষয়ক্ষতির প্রাথমিক প্রতিবেদন
কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ‘এ’ দল
চট্টগ্রামে সাবেক এমপি মহিউদ্দিন বাচ্চুর সহযোগী আবু বক্কর গ্রেপ্তার
ভূমিকম্পে আহতদের চিকিৎসায় বিএমইউতে জরুরি প্রস্তুতি
ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
নাটোর চিনিকলের আখ মাড়াই কার্যক্রম শুরু  
তেল-গ্যাস অনুসন্ধানে অফশোর ড্রিলিং ব্যাপক সম্প্রসারণের পরিকল্পনা ট্রাম্পের
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ হাসপাতালে ভর্তি ৪৩৬ জন
১০