সিলেটে প্রবাসী ইফজাল হত্যায় ১০ জনের আমৃত্যু কারাদণ্ড

বাসস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১৪:৫৮

সিলেট, ১৮ জুলাই, ২০২৫ (বাসস): জেলার কানাইঘাট উপজেলায় ডাকাতির সময় গুলি করে গৃহকর্তা প্রবাসী ইফজাল উদ্দিনকে হত্যার অভিযোগে ১০ জনকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার দ্রুত বিচার ট্রাইব্যুনাল সিলেটের বিচারক স্বপন কুমার সরকার এ রায় দেন।

রায়ে ১৬ জন আসামির মধ্যে ছয়জনকে বেকসুর খালাস দেওয়া হয়। বাকি ১০ জনকে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। নিহত ইফজাল উদ্দিন কানাইঘাট সদর ইউনিয়নের ছোটদেশ গ্রামের বাসিন্দা।

সাজাপ্রাপ্তরা হলেন, পূর্ব খালপাড় গ্রামের সাহাব উদ্দিন সাবুল ওরফে সেবুল আহমদ (২৭); নিজ বাউরবাগ পশ্চিম গ্রামের আশিক উদ্দিন ওরফে কালা মিয়া (৩০); উমাগড় ভাটিদিহি গ্রামের রশিদ আহমদ (৩০); ছোটদেশ গ্রামের নাজিম উদ্দিন (২৭); বীরদল ভাড়ারী ফৌদ গ্রামের কয়ছর (২৭); বিয়ানীবাজার উপজেলার জলডুপ লামাপতন কমলাবাগান এলাকার আবু বক্কর ওরফে দুলাল (৩০); জকিগঞ্জের বিলপাড় বিলবাড়ীর ফারুক আহমদ; কানাইঘাট বড়বন্দ ৪র্থ খন্ড বারহাল দক্ষিণের কুতুব উদ্দিন হৃদয় (৩৫); ছোটদেশ আগফৌদ গ্রামের মো. আব্দুল্লাহ (২৮) এবং ছোটদেশ নয়াফৌদ গ্রামের কামরুল ইসলাম (২৬)। 

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট খায়রুল আলম বকুল জানান, ২০১৮ সালের ১৯ এপ্রিল গভীর রাতে একদল সংঘবদ্ধ ডাকাত প্রবাসী ইফজাল উদ্দিনের বাড়িতে হানা দেয়। সেসময় বাধা দিলে ডাকাতরা তাকে গুলি করে হত্যা করে।

ওই ঘটনায় ইফজালের পিতা আব্দুল জলিল কানাইঘাট থানায় ১০ জনকে আসামি করে মামলা করেন। কিন্তু পরে তিনি মামলার তদন্তে নারাজি দেন। পরবর্তীতে তদন্ত শেষে পিবিআই'র পুলিশ পরিদর্শক কামরুজ্জামান আরো ১৬ জনকে আসামি করে নতুন চার্জশিট দেন।

এই মামলায় ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজধানীর লালবাগে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জন গ্রেফতার
কক্সবাজারের নুনিয়াছড়া থেকে পর্যটকবাহী জাহাজ যাবে সেন্টমার্টিন 
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানতে হবে: অধ্যাপক মুজিবুর রহমান
বাংলাদেশে সেচে সৌরশক্তির ব্যবহার বাড়াতে উদ্যোগ নিচ্ছে আইডব্লিউএমআই
চুয়াডাঙ্গায় দুর্নীতি দমন কমিশনের ১৮৮ তম গণশুনানি অনুষ্ঠিত
হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ
চার দিনব্যাপী ‘ওয়েফেয়ার্স অব দ্য শ্যাডোড পাথ’ চিত্র প্রদর্শনী সমাপ্ত
ডিএসইতে আজও সূচক ও লেনদেন কমেছে
অরবিটালস ইন্টারন্যাশনালের বিরুদ্ধে ৩৩ কোটি টাকা জালিয়াতির মামলা
১০