সিলেটে প্রবাসী ইফজাল হত্যায় ১০ জনের আমৃত্যু কারাদণ্ড

বাসস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১৪:৫৮

সিলেট, ১৮ জুলাই, ২০২৫ (বাসস): জেলার কানাইঘাট উপজেলায় ডাকাতির সময় গুলি করে গৃহকর্তা প্রবাসী ইফজাল উদ্দিনকে হত্যার অভিযোগে ১০ জনকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার দ্রুত বিচার ট্রাইব্যুনাল সিলেটের বিচারক স্বপন কুমার সরকার এ রায় দেন।

রায়ে ১৬ জন আসামির মধ্যে ছয়জনকে বেকসুর খালাস দেওয়া হয়। বাকি ১০ জনকে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। নিহত ইফজাল উদ্দিন কানাইঘাট সদর ইউনিয়নের ছোটদেশ গ্রামের বাসিন্দা।

সাজাপ্রাপ্তরা হলেন, পূর্ব খালপাড় গ্রামের সাহাব উদ্দিন সাবুল ওরফে সেবুল আহমদ (২৭); নিজ বাউরবাগ পশ্চিম গ্রামের আশিক উদ্দিন ওরফে কালা মিয়া (৩০); উমাগড় ভাটিদিহি গ্রামের রশিদ আহমদ (৩০); ছোটদেশ গ্রামের নাজিম উদ্দিন (২৭); বীরদল ভাড়ারী ফৌদ গ্রামের কয়ছর (২৭); বিয়ানীবাজার উপজেলার জলডুপ লামাপতন কমলাবাগান এলাকার আবু বক্কর ওরফে দুলাল (৩০); জকিগঞ্জের বিলপাড় বিলবাড়ীর ফারুক আহমদ; কানাইঘাট বড়বন্দ ৪র্থ খন্ড বারহাল দক্ষিণের কুতুব উদ্দিন হৃদয় (৩৫); ছোটদেশ আগফৌদ গ্রামের মো. আব্দুল্লাহ (২৮) এবং ছোটদেশ নয়াফৌদ গ্রামের কামরুল ইসলাম (২৬)। 

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট খায়রুল আলম বকুল জানান, ২০১৮ সালের ১৯ এপ্রিল গভীর রাতে একদল সংঘবদ্ধ ডাকাত প্রবাসী ইফজাল উদ্দিনের বাড়িতে হানা দেয়। সেসময় বাধা দিলে ডাকাতরা তাকে গুলি করে হত্যা করে।

ওই ঘটনায় ইফজালের পিতা আব্দুল জলিল কানাইঘাট থানায় ১০ জনকে আসামি করে মামলা করেন। কিন্তু পরে তিনি মামলার তদন্তে নারাজি দেন। পরবর্তীতে তদন্ত শেষে পিবিআই'র পুলিশ পরিদর্শক কামরুজ্জামান আরো ১৬ জনকে আসামি করে নতুন চার্জশিট দেন।

এই মামলায় ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক সংসদ সদস্য রোকেয়া আনসারীর দাফন সম্পন্ন
ঢাকা-চট্টগ্রাম পেট্রোলিয়াম পাইপলাইন উদ্বোধন আগামীকাল
খালেদা জিয়ার জন্মদিনে ফেনীতে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২
খুলনায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীতে খালেদা জিয়ার জন্মদিনে যুবদল ও ছাত্রদলের দোয়া মহফিল
মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ
১০