নওগাঁ, ১৮ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় দুই দিনব্যাপী লেখক সম্মেলনের উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলা অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা তিথি।
নওগাঁ ফয়েজ উদ্দিন কলেজের অধ্যক্ষ ড. আইয়ুব আলীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদিন, জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান, জেলা অ্যাকাউন্ট ও ফিন্যান্স অফিসার খান মেহাম্মদ মোজাহারুল ইসলাম, নজরুল একাডেমি নওগাঁর সভাপতি মুক্তিযোদ্ধা এস এম সিরাজুল ইসলাম, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এসএম আজাদ হোসেন মুরাদ, কবি ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট মুনিরা সুলতানা।
কবি ও গল্পকার মাহফুজ ফারুকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা সাহিত্য পরিষদ এর সভাপতি অরিন্দম মাহমুদ, সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন।
নওগাঁর সাহিত্য বিষয়ক সংগঠন “নওগাঁ সাহিত্য পরিষদ” এর উদ্যোগে চতুর্থবারের মত ২দিন ব্যাপী সাহিত্য সম্মেলনের আয়োজন করে। সারাদেশ হতে আগত শতাধিক কবি-সাহিত্যিকদের উপস্থিতিতে ২য় দিন বরেণ্য কবি মজিদ মাহমুদ ও অনুবাদক খসরু চৌধুরীকে “কাহ্নপা সাহিত্য পদক” প্রদান করা হবে।
গণঅভুত্থানে শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন, জাতীয় সংগীত পরিবেশন ও কবির কর্ণে বাজে স্বরচিত কবিতা পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।