খাগড়াছড়িতে বিএনপি’র মৌন মিছিল ও মিলাদ মাহফিল 

বাসস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১৬:৪৫ আপডেট: : ১৮ জুলাই ২০২৫, ১৬:৪৯
ছবি: বাসস

খাগড়াছড়ি, ১৮ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় আজ ২০২৪ সালের জুলাই-আগস্ট এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে মৌন মিছিল এবং শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায়- দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার সকালে জেলা বিএনপি’র কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। 

এর আগে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শহরে ২০২৪ সালের জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মৌন মিছিল অনুষ্ঠিত হয়। 

এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম এন আবছার। 

জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আ. রব রাজা প্রমুখ-সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। 

এসময় গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজায় শান্তি ফেরাতে ট্রাম্পের ২০ দফায় কি রয়েছে
মনের মতো ইলিশ না পেয়ে হতাশ ক্রেতা-বিক্রেতারা
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু
রাজবাড়ীতে বালিয়াকান্দি সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী পালিত
ড্রোন আতঙ্কে আবারও বন্ধ জার্মানির মিউনিখ বিমানবন্দর
আয়ারল্যান্ডে ঝড়ে একজনের মৃত্যু
যশোরে বিএনপি নেতা মোহাম্মদ মুসার ইন্তেকাল
বরিশালে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে সংরক্ষণ অভিযান শুরু 
পূজার ছুটি শেষে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু
পটুয়াখালীতে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ ২২ দিন বন্ধ থাকবে
১০