সুনামগঞ্জে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 

বাসস
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৬:২৯
ভারতীয় মালামাল জব্দ । ছবি : বাসস

সুনামগঞ্জ, ২০ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার সদর ও জামালগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় একটি স্টিল বডি নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় ফুসকা, সিরামিকের কাপ, পিরিচ, জিলেট ব্লেড এবং বাসমতি চাল আটক করা হয়েছে।  

শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টায় সদর উপজেলার সাচনা ও জামালগঞ্জ উপজেলার রক্তি নদীর নেয়ামতপুর ব্রীজ সংলগ্ন এলাকা হতে সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল এসব মালামাল জব্দ করে।

আজ রোববার বিজিবি’র সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।  

এ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর লে. তালহা জোবায়ের-এর সাথে শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পের ১০ জন সেনা সদস্য এবং বিজিবি’র সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামের সাথে ১৪ জন বিজিবি সদস্যসহ সর্বমোট ২৪ জন অংশগ্রহন করেন।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাগ সাড়ে ১১ টায় সেনাবাহিনী ও সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক ব্যাটালিয়ন সদরের দক্ষিণ-পশ্চিম দিকে সাচনা জামালগঞ্জ রক্তি নদীর নেয়ামতপুর ব্রীজ সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। পরে মালিকবিহীন একটি স্টিল বডি নৌকাসহ ১২ হাজার ৩২৩ কেজি ভারতীয় ফুসকা, ১৬৯ পিস সিরামিক কাপ, ২৫৬ পিস সিরামিক পিরিচ, ৪৬৮ পিস কাচের গ্লাস, দুইলাখ ১০ হাজার পিস জিলেট ব্লেড এবং ছয়শ’ কেজি বাসমতি চাল আটক করে। আটককৃত মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য এককোটি পাঁচলাখ পঞ্চান্ন হাজার ছয়শ’ টাকা। 

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)- এর অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান,  আটককৃত স্টিল বডি নৌকাসহ ভারতীয় ফুসকা, সিরামিক কাপ, পিরিচ, কাচের গ্লাস, জিলেট ব্লেড এবং বাসমতি চাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে সানওয়ে গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ
বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম উত্তরা থেকে গ্রেফতার
বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে দেশব্যাপী দোয়া শুক্রবার
ভোলাগঞ্জে অবৈধ পাথর উত্তোলনের ঘটনায় দুদকের অভিযান
‘জিন্দা লাশ হয়ে বেঁচে আছি, ছেলে হত্যার বিচার চাই’ : ট্রাইব্যুনালে সাক্ষ্য
দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি কিম গ্রেপ্তার
রাঙ্গামাটিতে জন্ম নিবন্ধন বিষয়ক সভা
গোপালগঞ্জে এনসিপি’র কর্মসূচিকে ঘিরে সহিংসতার ঘটনায় তদন্ত শুরু
ডাকসু’র সাবেক ভিপি মাহফুজা খানমের কফিনে শ্রদ্ধা নিবেদন, ঢাবি উপাচার্যের শোক
ডিজিটাল মাধ্যমে সক্রিয় থেকে অপতথ্যের মোকাবিলা করুন : তথ্য সচিব
১০