সুনামগঞ্জে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 

বাসস
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৬:২৯
ভারতীয় মালামাল জব্দ । ছবি : বাসস

সুনামগঞ্জ, ২০ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার সদর ও জামালগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় একটি স্টিল বডি নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় ফুসকা, সিরামিকের কাপ, পিরিচ, জিলেট ব্লেড এবং বাসমতি চাল আটক করা হয়েছে।  

শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টায় সদর উপজেলার সাচনা ও জামালগঞ্জ উপজেলার রক্তি নদীর নেয়ামতপুর ব্রীজ সংলগ্ন এলাকা হতে সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল এসব মালামাল জব্দ করে।

আজ রোববার বিজিবি’র সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।  

এ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর লে. তালহা জোবায়ের-এর সাথে শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পের ১০ জন সেনা সদস্য এবং বিজিবি’র সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামের সাথে ১৪ জন বিজিবি সদস্যসহ সর্বমোট ২৪ জন অংশগ্রহন করেন।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাগ সাড়ে ১১ টায় সেনাবাহিনী ও সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক ব্যাটালিয়ন সদরের দক্ষিণ-পশ্চিম দিকে সাচনা জামালগঞ্জ রক্তি নদীর নেয়ামতপুর ব্রীজ সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। পরে মালিকবিহীন একটি স্টিল বডি নৌকাসহ ১২ হাজার ৩২৩ কেজি ভারতীয় ফুসকা, ১৬৯ পিস সিরামিক কাপ, ২৫৬ পিস সিরামিক পিরিচ, ৪৬৮ পিস কাচের গ্লাস, দুইলাখ ১০ হাজার পিস জিলেট ব্লেড এবং ছয়শ’ কেজি বাসমতি চাল আটক করে। আটককৃত মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য এককোটি পাঁচলাখ পঞ্চান্ন হাজার ছয়শ’ টাকা। 

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)- এর অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান,  আটককৃত স্টিল বডি নৌকাসহ ভারতীয় ফুসকা, সিরামিক কাপ, পিরিচ, কাচের গ্লাস, জিলেট ব্লেড এবং বাসমতি চাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই যোদ্ধাসহ ১ লাখ শিক্ষার্থীকে ডিজিটাল প্রশিক্ষণ দেওয়া হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
ভোলার মেঘনায় ডুবে যাওয়া কাঁচামালবাহী জাহাজ চারদিনেও উদ্ধার হয়নি
শিশুদের কাছে অ্যানার্জি ড্রিংক বিক্রি নিষিদ্ধের উদ্যোগ নিচ্ছে ব্রিটেন
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সঙ্গে ডিএসসিসির সমঝোতা স্মারক স্বাক্ষর
সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালের জামিন নামঞ্জুর
কিউট জেলা ভিত্তিক হ্যান্ডবল লিগ কাল শুরু
গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ৪২৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
কিশোরের আত্মহত্যার পর চ্যাটজিপিটিতে আসছে ‘প্যারেন্টাল কন্ট্রোল’
সাতক্ষীরায় পশুপালন, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ
 রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে হাজারো মানুষ বিদ্যুৎহীন
১০