বগুড়া, ২০ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বগুড়ায় বিএনপির অঙ্গ সংগঠন কৃষকদল ও আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে আজ দুপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
'সবুজ বিপ্লবে অম্লান' এ স্লোগানে আজ শহরের বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী ও রংপুর বিভাগের বিএনপি মিডিয়া সেলের সমন্বয়ক ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।
বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বগুড়া শহরের বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ওষুধি প্রজাতির শতাধিক গাছ লাগানো হবে বলে আয়োজকরা জানান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গণতন্ত্র ও পরিবেশ-দুটোই আজ হুমকির মুখে। এ সময় তিনি দলের নেতাকর্মীদের অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।
বিশেষ অতিথি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে যুবদল ও আমরা বিএনপি পরিবার বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। সারা দেশে অন্তত ১০ লাখ গাছ রোপন করা হবে। এর অংশ হিসেবে এই কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। আর পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি'ও কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন, বড়গুা জেলা কৃষক দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি, জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী মুন্সী প্রমুখ।