বগুড়ায় জুলাই শহীদদের স্মরণে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

বাসস
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৬:৪৫
জুলাই শহীদদের স্মরণে বিএনপির বৃক্ষরোপণ । ছবি : বাসস

বগুড়া, ২০ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বগুড়ায় বিএনপির অঙ্গ সংগঠন কৃষকদল ও আমরা বিএনপি পরিবারের  যৌথ উদ্যোগে আজ দুপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। 

'সবুজ বিপ্লবে অম্লান' এ স্লোগানে আজ শহরের বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। 

এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী ও রংপুর বিভাগের বিএনপি মিডিয়া সেলের সমন্বয়ক ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।

বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বগুড়া শহরের বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ওষুধি প্রজাতির শতাধিক গাছ লাগানো হবে বলে আয়োজকরা জানান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গণতন্ত্র ও পরিবেশ-দুটোই আজ হুমকির মুখে। এ সময় তিনি দলের নেতাকর্মীদের অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

বিশেষ অতিথি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে যুবদল ও আমরা বিএনপি পরিবার বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। সারা দেশে অন্তত ১০ লাখ গাছ রোপন করা হবে। এর অংশ হিসেবে এই কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। আর পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি'ও কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন, বড়গুা জেলা কৃষক দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি, জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী মুন্সী প্রমুখ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিরিয়ায় সহিংসতায় ১ লাখ ২৮ হাজারের বেশি লোক বাস্তুচ্যুত : জাতিসংঘ
বাংলাদেশের বোলিং তোপে ১১০ রানে অলআউট পাকিস্তান
জাতীয় সমাবেশে যোগদানকালে ৩ জনের মৃত্যুতে জামায়াতের আমিরের শোক
জুলাই শহীদদের স্মরণে গাজীপুরে বৃক্ষরোপণ
আগামী বছর ফিরে আসছে চ্যাম্পিয়ন্স লিগ টি২০
ফিরে দেখা জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ / সিলেট জুড়ে ছিল চাপা ক্ষোভ-আতঙ্ক, সাংবাদিক এটিএম তুরাবের দাফন, জামায়াত নেতারা গ্রেপ্তার
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
নীলফামারীতে তিস্তা প্রকল্পের খালের বাঁধ ভেঙ্গে সেচ ব্যাহত  
দুদক সচিব হিসেবে মোহাম্মদ খালেদ রহীমের যোগদান
চাঁদপুরে দেয়ালে দেয়ালে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি
১০