সিরাজগঞ্জে জুলাই পুনর্জাগরণ ২৪ এর রঙে গ্রাফিতি প্রতিযোগিতা

বাসস
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৬:৩২
রোববার জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত গ্রাফিতি অংকন প্রতিযোগিতায় জেলার ২২টি মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮টি কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। ছবি : বাসস

সিরাজগঞ্জ,২০ জুলাই, ২০২৫ (বাসস) : জেলা শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্ট অনুষ্ঠিত হয়েছে  জুলাই পুনর্জাগরণ ২৪এর রঙে দেয়ালে গ্রাফিতি অংকন প্রতিযোগিতা ।
রোববার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত জেলা প্রশাসন আয়োজনে জুলাই  গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত গ্রাফিতি অংকন প্রতিযোগিতায় জেলার ২২টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬৩ জন শিক্ষার্থী ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮টি কলেজের ২৬ জন শিক্ষার্থী অংশ নেয়।

এতে মাধ্যমিক বিদ্যালয় বিভাগে বেলকুচি উপজেলার শেরনগর এ এস ফাজিল মাদ্রাসা প্রথম হয়েছে দ্বিতীয় ও তৃতীয় হয়েছে উল্লাপাড়া উপজেলার এইচটি ইমাম গালর্স হাই স্কুল ও  সদর উপজেলার দত্তবাড়ী উচ্চ বিদ্যালয়। উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছে সিরাজগঞ্জ সরকারি কলেজ, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে  বেলকুচি সরকারি কলেজ ও উল্লাপাড়া এম আকবর আলী কলেজ।

গ্রাফিতি অংকন প্রতিযোগিতার বিচারক মন্ডলী ছিলেন সহকারী কমিশনার মো. মহসিন খন্দকার, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল জব্বার ,জেলা কালচারাল অফিসার ডক্টর ফারুক রহমান ফয়সল,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান, জেলা শিল্পকলা একাডেমির চারুকলা প্রশিক্ষক তন্ময় রায়,ছাত্র প্রতিনিধি সজিব সরকার ও  মুনতাসীর মেহেদী হাসান।

জেলা পর্যায়ের বিজয়ী স্কুল ও কলেজ শিক্ষার্থীরা রাজশাহী বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিবে

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কক্সবাজারের নুনিয়াছড়া থেকে পর্যটকবাহী জাহাজ যাবে সেন্টমার্টিন 
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানতে হবে: অধ্যাপক মুজিবুর রহমান
বাংলাদেশে সেচে সৌরশক্তির ব্যবহার বাড়াতে উদ্যোগ নিচ্ছে আইডব্লিউএমআই
চুয়াডাঙ্গায় দুর্নীতি দমন কমিশনের ১৮৮ তম গণশুনানি অনুষ্ঠিত
হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ
চার দিনব্যাপী ‘ওয়েফেয়ার্স অব দ্য শ্যাডোড পাথ’ চিত্র প্রদর্শনী সমাপ্ত
ডিএসইতে আজও সূচক ও লেনদেন কমেছে
অরবিটালস ইন্টারন্যাশনালের বিরুদ্ধে ৩৩ কোটি টাকা জালিয়াতির মামলা
শুঁটকি মৌসুমে বঙ্গোপসাগরে ধরা পড়ছে প্রচুর মাছ, খুশি জেলেরা
বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতায় পাশে থাকবে চীন: মজিবুর রহমান মঞ্জু
১০