ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ সম্পর্কে সচেতনতায় ঢাবিতে বিশেষ লেকচার কাল

বাসস
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৭:৪৯

ঢাকা, ২০ জুলাই, ২০২৫ (বাসস) : তরুণ প্রজন্মের মধ্যে ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বিশেষ লেকচার আয়োজন করা হয়েছে।

আগামীকাল ২১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে ‘২০২৫ আইসিএইচ ইউথ নেটওয়ার্ক স্পেশাল লেকচার’ শীর্ষক এই লেকচার অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই লেকচার।

ইউনেস্কো ও সিএইচসিএপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে এই বিশেষ লেকচারটি অনুষ্ঠিত হবে। 

বিশেষ এই লেকচারে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপকগণ, ইউনেস্কো ও সিএইচসিএপি প্রকল্পের প্রতিনিধিবৃন্দ, ইউনেস্কো বাংলাদেশের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

প্রসঙ্গত, ইনট্যানজিবল কালচারাল হেরিটেজে অন্তর্ভুক্ত মূল ধারণাগুলোর হলো—প্রতিটি সম্প্রদায়ের বিশ্বাস, রীতিনীতি, পারফরম্যান্স, সামাজিক উৎসব, কারুশিল্প, পারিপার্শ্বিক জ্ঞান ও পরিবেশ সংরক্ষণে ব্যবহৃত ঐতিহ্যসমূহ; যা ঐ সাংস্কৃতিক পরিচয় ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এ ধরনের ঐতিহ্যগুলো প্রজন্ম থেকে প্রজন্মে স্থানান্তরিত হয়ে সমাজের সংস্কৃতি ও সামাজিক সংহতি বজায় রাখে। তবে বিশ্বায়নের প্রভাবে অনেক ঐতিহ্য বিলুপ্তির আশঙ্কা দেখা দিয়েছে। তাই, ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ সংরক্ষণে তরুণ প্রজন্মের সচেতনতা ও অংশগ্রহণ অপরিহার্য হয়ে উঠেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কক্সবাজারের নুনিয়াছড়া থেকে পর্যটকবাহী জাহাজ যাবে সেন্টমার্টিন 
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানতে হবে: অধ্যাপক মুজিবুর রহমান
বাংলাদেশে সেচে সৌরশক্তির ব্যবহার বাড়াতে উদ্যোগ নিচ্ছে আইডব্লিউএমআই
চুয়াডাঙ্গায় দুর্নীতি দমন কমিশনের ১৮৮ তম গণশুনানি অনুষ্ঠিত
হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ
চার দিনব্যাপী ‘ওয়েফেয়ার্স অব দ্য শ্যাডোড পাথ’ চিত্র প্রদর্শনী সমাপ্ত
ডিএসইতে আজও সূচক ও লেনদেন কমেছে
অরবিটালস ইন্টারন্যাশনালের বিরুদ্ধে ৩৩ কোটি টাকা জালিয়াতির মামলা
শুঁটকি মৌসুমে বঙ্গোপসাগরে ধরা পড়ছে প্রচুর মাছ, খুশি জেলেরা
বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতায় পাশে থাকবে চীন: মজিবুর রহমান মঞ্জু
১০