খাগড়াছড়িতে এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের পদযাত্রা উপলক্ষ্যে মিট দা প্রেস

বাসস
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৮:০৯
রোববার খাগড়াছড়ি প্রেসক্লাবে জাতীয় নাগরিক পার্টির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

খাগড়াছড়ি, ২০ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের পদযাত্রা উপলক্ষে খাগড়াছড়ি প্রেসক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার খাগড়াছড়ি প্রেসক্লাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এ অনুষ্ঠানের আয়োজন করে। 

মিট দ্য প্রেসে লিখিত বক্তব্যে এনসিপি’র দক্ষিণ অঞ্চল সংগঠক অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা কর্মসূচি সফল করতে সকল রাজনৈতিক দল, প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।

এনসিপি নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি এবং এক দফা আন্দোলনের আত্মত্যাগ ও অঙ্গীকারের কথা স্মরণ করে আগামীকাল সোমবার দুপুর ১২টা থেকে খাগড়াছড়ি জেলা সদরে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি ঐতিহাসিক রাজনৈতিক কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই পদযাথা’। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন- জুলাই বিপ্লবের এক দফার ঘোষক এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

পদযাত্রায় সদস্য সচিব আক্তার হোসেনসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। 

মিট দ্যা প্রেস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন- এনসিপি’র যুবশক্তি কেন্দ্রীয় সংগঠক মো. হারিছুর রহমান (রনি), খাগড়াছড়ি জেলা সংগঠক বিপ্লব ত্রিপুরা, শাহ নেওয়াজ, আকলিমা আক্তার ও সুবোধ চাকমাসহ জেলা কমিটির নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার
স্টার্ক-স্টোকসের বিধ্বংসী বোলিংয়ের অ্যাশেজের প্রথম দিন ১৯ উইকেট পতন
সাকিবের রেকর্ড স্পর্শ করলেন তাইজুল
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
ঝিনাইদহে মোটরসাইকেল থেকে পড়ে এক কিশোর নিহত
কুমিল্লা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি 
শহীদ আলী আহসান মুজাহিদ আপসহীন নেতা ছিলেন : ডা. শফিকুর রহমান
লন্ডনে এসএমই মেলায় প্রদর্শিত হবে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের উদ্ভাবন
জাল ভিসা ও বিমান টিকিট প্রতারণা চক্রের প্রধান গ্রেফতার
চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট : উচ্চশিক্ষার নতুন দিগন্ত
১০