খাগড়াছড়িতে এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের পদযাত্রা উপলক্ষ্যে মিট দা প্রেস

বাসস
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৮:০৯
রোববার খাগড়াছড়ি প্রেসক্লাবে জাতীয় নাগরিক পার্টির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

খাগড়াছড়ি, ২০ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের পদযাত্রা উপলক্ষে খাগড়াছড়ি প্রেসক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার খাগড়াছড়ি প্রেসক্লাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এ অনুষ্ঠানের আয়োজন করে। 

মিট দ্য প্রেসে লিখিত বক্তব্যে এনসিপি’র দক্ষিণ অঞ্চল সংগঠক অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা কর্মসূচি সফল করতে সকল রাজনৈতিক দল, প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।

এনসিপি নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি এবং এক দফা আন্দোলনের আত্মত্যাগ ও অঙ্গীকারের কথা স্মরণ করে আগামীকাল সোমবার দুপুর ১২টা থেকে খাগড়াছড়ি জেলা সদরে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি ঐতিহাসিক রাজনৈতিক কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই পদযাথা’। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন- জুলাই বিপ্লবের এক দফার ঘোষক এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

পদযাত্রায় সদস্য সচিব আক্তার হোসেনসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। 

মিট দ্যা প্রেস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন- এনসিপি’র যুবশক্তি কেন্দ্রীয় সংগঠক মো. হারিছুর রহমান (রনি), খাগড়াছড়ি জেলা সংগঠক বিপ্লব ত্রিপুরা, শাহ নেওয়াজ, আকলিমা আক্তার ও সুবোধ চাকমাসহ জেলা কমিটির নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কক্সবাজারের নুনিয়াছড়া থেকে পর্যটকবাহী জাহাজ যাবে সেন্টমার্টিন 
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানতে হবে: অধ্যাপক মুজিবুর রহমান
বাংলাদেশে সেচে সৌরশক্তির ব্যবহার বাড়াতে উদ্যোগ নিচ্ছে আইডব্লিউএমআই
চুয়াডাঙ্গায় দুর্নীতি দমন কমিশনের ১৮৮ তম গণশুনানি অনুষ্ঠিত
হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ
চার দিনব্যাপী ‘ওয়েফেয়ার্স অব দ্য শ্যাডোড পাথ’ চিত্র প্রদর্শনী সমাপ্ত
ডিএসইতে আজও সূচক ও লেনদেন কমেছে
অরবিটালস ইন্টারন্যাশনালের বিরুদ্ধে ৩৩ কোটি টাকা জালিয়াতির মামলা
শুঁটকি মৌসুমে বঙ্গোপসাগরে ধরা পড়ছে প্রচুর মাছ, খুশি জেলেরা
বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতায় পাশে থাকবে চীন: মজিবুর রহমান মঞ্জু
১০