খাগড়াছড়িতে এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের পদযাত্রা উপলক্ষ্যে মিট দা প্রেস

বাসস
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৮:০৯
রোববার খাগড়াছড়ি প্রেসক্লাবে জাতীয় নাগরিক পার্টির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

খাগড়াছড়ি, ২০ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের পদযাত্রা উপলক্ষে খাগড়াছড়ি প্রেসক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার খাগড়াছড়ি প্রেসক্লাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এ অনুষ্ঠানের আয়োজন করে। 

মিট দ্য প্রেসে লিখিত বক্তব্যে এনসিপি’র দক্ষিণ অঞ্চল সংগঠক অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা কর্মসূচি সফল করতে সকল রাজনৈতিক দল, প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।

এনসিপি নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি এবং এক দফা আন্দোলনের আত্মত্যাগ ও অঙ্গীকারের কথা স্মরণ করে আগামীকাল সোমবার দুপুর ১২টা থেকে খাগড়াছড়ি জেলা সদরে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি ঐতিহাসিক রাজনৈতিক কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই পদযাথা’। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন- জুলাই বিপ্লবের এক দফার ঘোষক এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

পদযাত্রায় সদস্য সচিব আক্তার হোসেনসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। 

মিট দ্যা প্রেস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন- এনসিপি’র যুবশক্তি কেন্দ্রীয় সংগঠক মো. হারিছুর রহমান (রনি), খাগড়াছড়ি জেলা সংগঠক বিপ্লব ত্রিপুরা, শাহ নেওয়াজ, আকলিমা আক্তার ও সুবোধ চাকমাসহ জেলা কমিটির নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে আওয়ামী লীগের ১৫ নেতা-কর্মী গ্রেফতার
জুলাই যোদ্ধাসহ ১ লাখ শিক্ষার্থীকে ডিজিটাল প্রশিক্ষণ দেওয়া হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
ভোলার মেঘনায় ডুবে যাওয়া কাঁচামালবাহী জাহাজ চারদিনেও উদ্ধার হয়নি
শিশুদের কাছে অ্যানার্জি ড্রিংক বিক্রি নিষিদ্ধের উদ্যোগ নিচ্ছে ব্রিটেন
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সঙ্গে ডিএসসিসির সমঝোতা স্মারক স্বাক্ষর
সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালের জামিন নামঞ্জুর
কিউট জেলা ভিত্তিক হ্যান্ডবল লিগ কাল শুরু
গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ৪২৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
কিশোরের আত্মহত্যার পর চ্যাটজিপিটিতে আসছে ‘প্যারেন্টাল কন্ট্রোল’
সাতক্ষীরায় পশুপালন, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ
১০