খাগড়াছড়িতে এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের পদযাত্রা উপলক্ষ্যে মিট দা প্রেস

বাসস
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৮:০৯
রোববার খাগড়াছড়ি প্রেসক্লাবে জাতীয় নাগরিক পার্টির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

খাগড়াছড়ি, ২০ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের পদযাত্রা উপলক্ষে খাগড়াছড়ি প্রেসক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার খাগড়াছড়ি প্রেসক্লাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এ অনুষ্ঠানের আয়োজন করে। 

মিট দ্য প্রেসে লিখিত বক্তব্যে এনসিপি’র দক্ষিণ অঞ্চল সংগঠক অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা কর্মসূচি সফল করতে সকল রাজনৈতিক দল, প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।

এনসিপি নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি এবং এক দফা আন্দোলনের আত্মত্যাগ ও অঙ্গীকারের কথা স্মরণ করে আগামীকাল সোমবার দুপুর ১২টা থেকে খাগড়াছড়ি জেলা সদরে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি ঐতিহাসিক রাজনৈতিক কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই পদযাথা’। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন- জুলাই বিপ্লবের এক দফার ঘোষক এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

পদযাত্রায় সদস্য সচিব আক্তার হোসেনসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। 

মিট দ্যা প্রেস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন- এনসিপি’র যুবশক্তি কেন্দ্রীয় সংগঠক মো. হারিছুর রহমান (রনি), খাগড়াছড়ি জেলা সংগঠক বিপ্লব ত্রিপুরা, শাহ নেওয়াজ, আকলিমা আক্তার ও সুবোধ চাকমাসহ জেলা কমিটির নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রথম বিভাগ দাবা লিগে সপ্তম রাউন্ড শেষে ইসফট এরিনা শীর্ষে
ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় আসামি মহিনের দায় স্বীকার
চতুর্থ টেস্টের আগে ভারতীয় দলে দু:শ্চিন্তা
জুলাই গণঅভ্যুত্থানে প্রায় অর্ধেক অবদানই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 
জাতীয় সমাবেশ সফল করায় জামায়াতের কৃতজ্ঞতা প্রকাশ
ফেনীতে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিএনপি’র বৃক্ষরোপণ 
দেশে স্থিতিশীল পরিস্থিতির জন্য সকল মহলের সহযোগিতা প্রয়োজন : সংলাপে বক্তারা
আগামীকাল যাত্রাবাড়ীতে মাদরাসা রেজিস্ট্যান্স ডে পালিত হবে 
জামালপুরে আল-আকাবা সমবায় সমিতির ৪০০ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে সিআইডি
এনডিসিতে টোকিওর নিরাপত্তা কৌশল তুলে ধরলেন জাপানের রাষ্ট্রদূত
১০